করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাকিল উদ্দিন আহমেদ মারা গেছেন। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদের ফুসফুসে ইনফেকশন ছিল। করোনা আক্রান্ত হওয়ায় তাকে প্লাজমা থেরাপিও দেওয়া হয়। অবশেষে আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।
এছাড়া ঢাবির স্বাস্থ্য অর্থনীতি বিভাগের অন্য একজন শিক্ষকও করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে হোম আইসোলেশনে আছেন বলেও জানা গেছে।
বাংলা/এনএন
বিজ্ঞাপন