মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি নির্মমভাবে নিহত হওয়ার পর দেশটিতে ব্যাপক হারে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে বিক্ষুব্ধ জনতা ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজের সামনেও জড়ো হয়। এসময় নিরাপত্তাকর্মীরা ঘণ্টাখানেকের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাঙ্কারে নিয়ে যান।
ওই ঘটনা সংশ্লিষ্ট এক ব্যক্তির বরাত দিয়ে প্রখ্যাত গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এ সংবাদ জানিয়েছে।
গত ২৬ মে, সোমবার দেশটির মিনেসোটা অঙ্গরাজ্যের মিনেয়াপোলিসে পুলিশের হাতে আটক হন জর্জ ফ্লয়েড নামের ওই ব্যক্তি। এসময় একজন শ্বেতাঙ্গ পুলিশ সদস্য তার গলায় হাঁটু চেপে ধরলে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান ৪৬ বছর বয়সী আফ্রিকান-আমেরিকান নাগরিক ফ্লয়েড।
এ ঘটনার জেরে সারা দেশে উত্তপ্ত হয়ে উঠেছে। দেশটির বিভিন্ন শহরে সহিংস বিক্ষোভ চলছে। ওই বিক্ষোভের অংশ হিসেবে শুক্রবার রাতে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের বাইরে জড়ো হয় প্রতিবাদকারীরা। এসময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কিছু সময়ের জন্য বাঙ্কারে নিয়ে যাওয়া হয়।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, এক ঘণ্টারও কম সময় ওই বাঙ্কারে রাখার পর ট্রাম্পকে সেখান থেকে বের করে আনা হয়।
ওইদিন রাতে হোয়াইট হাউজের বাইরের বিক্ষোভ দেখে ট্রাম্পের টিম অবাক হয়ে যায় বলেও সংবাদে উল্লেখ করা হয়। তবে ওই রাতে ট্রাম্পের সঙ্গে মেলানিয়া ট্রাম্প ও তাদের সন্তান ব্যারোন ট্রাম্পকেও বাঙ্কারে নেয়া হয়েছিল কিনা তা এখনো জানা যায়নি।
বাংলা/এসএ/
আপনার মন্তব্য লিখুন