বকেয়া বেতন ও গার্মেন্ট খোলার দাবিতে রাজধানীতে একটি পোশাক কারখানার মালিকের বাসা ঘেরাও করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। আজ ১ জুন, সোমবার সকালে ডায়নামিক ফ্যাশন নামের ওই কারখানা মালিকের মোহাম্মদপুরের বাসা ঘেরাও করেন তারা।
কারখানাটির বিপুলসংখ্যক শ্রমিক বিক্ষোভকালে বেতন-ভাতা দেয়াসহ কারখানা খুলে দেয়ার দাবিতে নানা শ্লোগান দিতে থাকেন।
তারা জানান, ডায়নামিক ফ্যাশন কর্তৃপক্ষের কাছে তাদের বেশ কয়েক মাসের বেতন-ভাতা বাকি আছে। এছাড়া কারখানাটি বন্ধ করে দেয়া হয়েছে।
অবিলম্বে বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ বন্ধ কারখানা বন্ধের দাবি জানান বিক্ষোভকারী শ্রমিকরা।
বাংলা/এসএ/