নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী। মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখায় দায়িত্বরত অবস্থায় তিনি প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ওয়াদুদ চৌধুরী নিজেই আজ ১ জুন, সোমবার সকালে এ সংবাদের সত্যতা নিশ্চিত করেন বলেন, ‘করোনা ভাইরাস পজেটিভ হলেও আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপাতত তেমন কোনো সমস্যা নেই।’
তিনি আরো বলেন, ‘আমার মতো আরো যারা আক্রান্ত আছেন তাদের সবাই দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনা করি। সবাই আমার জন্য দোয়া করবেন।’
বিশেষ করে মাঠ প্রশাসনের যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন তাদের জন্যও সকলের কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।
মাঠ প্রশাসনের সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের যোগাযোগে গুরুত্বপূর্ণ অধিশাখাগুলোর মধ্যে সমন্বয় অধিশাখা অন্যতম। এ কারণেই দেশব্যাপী ‘সাধারণ ছুটি’র মধ্যে বাসা ও অফিস দুই জায়গা থেকে মাঠ প্রশাসনের সঙ্গে বিভিন্ন কাজে যুক্ত ছিলেন ওয়াদুদ চৌধুরী।
তবে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর থেকেই ছুটিতে রয়েছেন আব্দুল ওয়াদুদ।
এদিকে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, উপসচিব ওয়াদুদ চৌধুরী ছাড়াও রেজাউল ইসলাম নামের এ বিভাগের একজন লিফটম্যান করোনা আক্রান্ত হয়েছেন। তার করোনা শনাক্ত হলেও তেমন কোনো লক্ষণ দেখা যায়নি। তারপরও তাকে ছুটি দেয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের যারা সাধারণ ছুটির মধ্যে নিয়মিত অফিস করেছেন তাদের অধিকাংশেরই করোনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে এ দুইজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
বাংলা/এসএ/