ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষায় ফেল করায় আত্মহত্যা করেছেন এক পরীক্ষার্থী। মৃত ওই পরীক্ষার্থীর নাম লিমা আক্তার (১৬)। ৩১ মে, রবিবার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। লিমা এ বছর হরিপুর দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
লিমা হরিপুর উপজেলার তিনুয়া গ্রামের জহিরুল ইসলামের মেয়ে।
লিমার বাবা জহিরুল বলেন, ‘সকাল থেকে আমি ও আমার স্ত্রী মাঠে ধান কাটছিলাম। দুপুরে বাড়িতে এসে দেখি মেয়ে গলায় ফাঁস দিয়েছে। পরে পরিবারের সবাই মিলে তাকে হরিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এদিকে, হরিপুরের বালিহারা গ্রামে আরেক এসএসসি পরীক্ষার্থী ফেল করায় কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ৩১ মে, রবিবার সচিবালয়ে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফলাফলে দেখা গেছে, এবার মাধ্যমিকে পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। এতে মোট পাস করেছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন।
এর মধ্যে ৮ লাখ ৫৬ হাজার ৬৩১ জন ছাত্রী এবং ৮ লাখ ৩৩ হাজার ৮৯২ জন ছাত্র। ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ৬৩ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৮৪ দশমিক ১০ শতাংশ।
বাংলা/এনএস
আপনার মন্তব্য লিখুন