বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর নিয়ে জটিলতার অবসান ঘটাতে উদ্যোগী হয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ইতোমধ্যে লঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) কোয়ারেন্টাইনের শর্ত শিথিল করার প্রস্তাব দিয়েছে।
জানা গেছে, সফরটি নিয়ে অনিশ্চয়তা দেখায় দেখায় এসএলসি’র সাথে বৈঠকে বসে দেশটির প্রেসিডেন্সিয়াল টাস্কফোর্সের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল সিলভা। এরপর প্রথম ৭ দিন বাংলাদেশে ও বাকি ৭ দিন শ্রীলঙ্কায় কোয়ারেন্টাইন করার নতুন প্রস্তাব দেয়া হয় বলে সংবাদে জানিয়েছে ক্রিকইনফো। এর পাশাপাশি সমস্যা সমাধানে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনার পরামর্শ দেন টাস্কফোর্স প্রধান।
জানা গেছে, সভায় সফর নিয়ে এসএলসি গৃহীত বায়ো প্রোটোকল পরিকল্পনার একটি ব্লু প্রিন্ট টাস্কফোর্স প্রধান লে. জেনারেল সিলভার কাছে হস্তান্তর করা হয়েছে।
এই পরিকল্পনায় ১৪ দিনের মধ্যে প্রথম ৭ দিন বাংলাদেশে, আর বাকি ৭ দিন শ্রীলঙ্কায় কোয়ারেন্টাইন করার সিদ্ধান্ত হয়। এর পরপরই লঙ্কান বোর্ডের পক্ষ থেকে বাংলাদেশের বোর্ডকে নতুন প্রস্তাব পাঠানো হয়।
সভায় ২৬ সদস্যের বাংলাদেশ স্কোয়াড নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে উল্লেখ করে লঙ্কান আর্মির ফেসবুক পেজে বলা হয়, দুয়েক দিনের মধ্যেই স্বাস্থ্য বিভাগ ও মন্ত্রণালয়ের সাথে বিস্তারিত আলোচনার পর এই সফর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
এই সফরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি টেস্ট হওয়ার কথা রয়েছে। টাইগারদের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে এ মাসের শেষে। প্রথম টেস্ট শুরুর সম্ভাব্য তারিখ অক্টোবরের ২৪ তারিখ। আর আগামী ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ দলের ঢাকা ছাড়ার করার কথা রয়েছে।
জুলাই-আগস্ট মাসে সিরিজটি হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসে কারণে উদ্ভূত পরিস্থিতিতে তা পিছিয়ে অক্টোবর-নভেম্বরে নেয়া হয়। কিন্তু এতেও অনিশ্চয়তা কাটেনি।
আপনার মন্তব্য লিখুন