সুনামগঞ্জে নতুন করে আরো ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৬ জনই র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্য। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ১৬৫। জেলা সিভিল সার্জন ডা. শামস উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ১৬ জন র্যাব-৯ এর সিপিবি-৩ এর সদস্য। এছাড়া সদর উপজেলায় এক, ছাতকে দুই জন, দোয়ারাবাজারে এক ও জগন্নাথপুরে একজন রয়েছেন। জেলায় মোট আক্রান্তের মধ্যে ২১ জন পুলিশ ও ১৭ জন র্যাব সদস্য আছেন।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. শামস উদ্দিন আরো বলেন, ‘নতুন করোনা শনাক্তদের আমরা আইসোলেশনে নিয়ে আসার ব্যবস্থা করছি।’
প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২২ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেলেন ৬৭২ জন। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ২৩৮১ জন। এ নিয়ে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৯ হাজার ৫৩৪ জন। দেশে নতুন করে সুস্থ্য হয়েছেন ৮১৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১০৫৫৭ জন।
১ জুন, সোমবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বাংলা/এনএস