পূর্ব ইউরোপের দেশে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান তার পরিবারসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির মোট জনসংখ্যা ৩০ লাখ। ১ জুন, সোমবার পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪০২ জন। আর এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩৯ জনের।
সোমবার সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক লাইভ ভিডিওতে এই কথা জানান নিকোল পাশিনিয়ান। এমন খবর প্রকাশ করেছে রয়টার্স।
পরিবারের সংক্রমিত হওয়ার কথা জানিয়ে পাশিনিয়ান বলেন, ‘আমার কোনো উপসর্গ ছিলো না। করোনায় যারা সামনে থেকে লড়ছেন, তাদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিলাম আমি। তাই পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছিলাম।’
একটি মিটিং চলাকালে ওয়েটারের মাধ্যমে করোনায় সংক্রমিত হয়েছেন বলে ধারণা করছেন আর্মেনিয়ার এই প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি খেয়াল করলাম, সে গ্লাভস ছাড়াই কাজ করছিল। আমি তাকে সেটা বলেছিলাম। কিন্তু তারা আগে থেকেই গ্লাভস ছাড়া কাজ করেছে। ওই ওয়েটারেরও করোনাভাইরাস ধরা পড়েছে।’
বাংলা/এনএস
আপনার মন্তব্য লিখুন