যশোরে ভারত ফেরত দুই ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে করে জেলাটি মোট করোনা রোগীর সংখ্যা ১০৯ জনে দাঁড়ালো। ওই দুজন বেনাপোল হয়ে দেশে ঢোকার পর তাদের নমুনা সংগ্রহ করা হয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে এই নমুনা পরীক্ষা করা হয়।
যবিপ্রবিতে নমুনা পরীক্ষা কার্যক্রমের প্রধান বিশ্ববিদ্যালয়ের বায়োমেট্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ড. হাসান মো. আল ইমরান এই তথ্য নিশ্চিত করেছেন।
জেলার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, ভারত থেকে আসা ওই দুজন বেনাপোল হয়ে দেশে ঢোকে। এরপর শার্শায় কোয়ারেন্টাইনে থাকাকালীন তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ওই দুই ব্যক্তিকে এখনো শার্শায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন। তাদের হোম না প্রাতিষ্ঠানিক আইসোলেশনে নেয়া হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। দুজনেরই বাড়ি যশোর সদর উপজেলায়।
প্রসঙ্গত, গত ২০ মে সুপার সাইক্লোন আম্পান আঘাত হানার পর থেকে যবিপ্রবি ল্যাব বন্ধ ছিলো। রবিবার থেকে আবারো নমুনা পরীক্ষা শুরু হয়। পুনরায় পরীক্ষা শুরুর দিনে মাত্র ১৮টি নমুনা পাঠানো হয়। এছাড়া জেলা থেকে সংগ্রহ করা অন্য ২৮টি নমুনা সিভিল সার্জনের অফিস থেকে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ ল্যাবে পাঠিয়ে দেয়া হয়।
বাংলা/এনএস