সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ এক গানের ভিডিও ছড়িয়ে পরে রানাঘাটের রানু মণ্ডল। সেই থেকে ভাইরাল রানু মণ্ডল। তারপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। লাখ লাখ মানুষ তার গান শুনেছে। হিমেশ রেশমিয়ার সৌজন্যে বলিউডে গান গাওয়ার সুযোগও পেয়ে যান।
এবার ভাইরাল হয়েছে শরিক ঝাড়খণ্ডের আদিবাসী ভাই-বোন। তবে গান গেয়ে নয়। তারা তাদের নাচের জন্য নেটিজেনদের মন জয় করে নিয়েছেন।
ইতোমধ্যেই ঝাড়খন্ডবাসী ভাই-বোনের টিকটক অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। পাশাপাশি ট্যুইটারেও তাদের ভিডিও ভাইরাল। রানু মণ্ডলের পর সনাতন কুমার মাহাত এবং তার বোন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের সেনসেশন।
বোনের পরনে হাঁটুর ওপরে পরা একেবারে সাধারণ শাড়ি , ম্যাচিং ব্লাউজও নেই। আর ভাইয়ের পরনে বোতাম খোলা জামা আর হাফ প্যান্ট, গলায় গামছা। তারা যে একেবারে নিম্নবিত্ত পরিবারের সন্তান তা বাড়ির দাওয়াতে করা ভিডিও দেখলেই যে কেউ বুঝতে পারবেন। হয়তো তাঁরা নাচ শেখেইনি কোনোদিন। কিন্তু তাদের প্রতিটি নাচের স্টেপ একেবারে নিখুঁত। ফলে এটা একপ্রকার স্পষ্ট, নাচের জন্যই তারা নেটিজেনদের মন জয় করে নিয়েছে। তাদের পোস্ট করা প্রায় প্রতিটি ভিডিও দেখেছেন লাখ লাখ মানুষ।
ঝাড়খণ্ডের মাহাত ভাই-বোনের নাচের প্রশংসা করেছেন বলিউড স্টার মিনি মাথুর। ফরেস্ট অফিসার সুশান্ত নন্দা, লেখন রানা সফভি। মিনি মাথুর তার ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে লেখেন, ‘Yes! This is what I needed to see this morning!! So much love to everyone who is trying to stay positive through 2020.’
রানা সফভি লেখেন, “মনটাই বড় হওয়া দরকার।’