• বিশ্ববার্তা টিভি
  • মোবাইল অ্যাপ
  • যোগাযোগ
No Result
View All Result
বরিশাল বার্তা
  • হোম
  • জাতীয় বার্তা
    • জাতীয়
    • ক্রাইম বার্তা
    • পজেটিভ বাংলাদেশ
  • বরিশাল বিভাগ
    • বরিশাল
    • বরগুনা
    • ভোলা
    • পটুয়াখালী
    • পিরোজপুর
    • ঝালকাঠি
  • শিক্ষা বার্তা
    • পড়া-লেখা
    • ক্যাম্পাস বার্তা
    • একুশে বই মেলা
  • মনোরঞ্জন
    • ক্রীড়া বার্তা
    • বিনোদন বার্তা
    • জোকস বার্তা
    • দর্শনীয় স্থান
  • বিবিধ বার্তা
    • ধর্ম বার্তা
    • আইন-আদালত
    • অর্থনীতি
    • জীবনযাপন
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • ব্যতিক্রমী বার্তা
    • শোক ও স্মরণ
    • সোশ্যাল মিডিয়া
  • বিশ্ববার্তা
  • হোম
  • জাতীয় বার্তা
    • জাতীয়
    • ক্রাইম বার্তা
    • পজেটিভ বাংলাদেশ
  • বরিশাল বিভাগ
    • বরিশাল
    • বরগুনা
    • ভোলা
    • পটুয়াখালী
    • পিরোজপুর
    • ঝালকাঠি
  • শিক্ষা বার্তা
    • পড়া-লেখা
    • ক্যাম্পাস বার্তা
    • একুশে বই মেলা
  • মনোরঞ্জন
    • ক্রীড়া বার্তা
    • বিনোদন বার্তা
    • জোকস বার্তা
    • দর্শনীয় স্থান
  • বিবিধ বার্তা
    • ধর্ম বার্তা
    • আইন-আদালত
    • অর্থনীতি
    • জীবনযাপন
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • ব্যতিক্রমী বার্তা
    • শোক ও স্মরণ
    • সোশ্যাল মিডিয়া
  • বিশ্ববার্তা
No Result
View All Result
বরিশাল বার্তা
  • বিশ্ববার্তা টিভি
  • মোবাইল অ্যাপ
  • যোগাযোগ
বিজ্ঞাপন
হোম স্বাস্থ্য বার্তা

‘সিন্ডিকেটের অনুরোধ না রাখায় সরে যেতে হয়েছে’

বরিশাল বার্তা ডেস্ক
2020/06/02
ক্যাটাগরি স্বাস্থ্য বার্তা
বিজ্ঞাপন

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মধ্যে চিকিৎসকদের মাস্ক সরবরাহ নিয়ে উদ্ভূদ্ধ অবস্থায় সম্প্রতি কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক পরে বদল আনা হয়েছে। এই বদলি প্রসঙ্গে সদ্যবিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোহাম্মদ শহীদউল্লাহ মুখ খুলেছেন।

তিনি বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় যন্ত্রপাতি ও সরঞ্জাম কেনাকাটায় সিন্ডিকেটের স্বার্থ বাস্তবায়ন না করায় তাকে সরে যেতে হয়েছে। কেনাকাটার বিষয়ে ‘উচ্চ পর্যায়ের’ অনুরোধ না রাখা কাল হয়েছে তার। বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির সঙ্গে আলাপে তিনি এ দাবি করেন।

সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আদেশে পরিচালক পদ থেকে শহীদউল্লাহকে দায়িত্ব থেকে অবমুক্ত করা হয়। নতুন পরিচালকের কাছে তাকে দায়িত্ব বুঝিয়ে দিতে বলা হয়। এর আগে গত ২২ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে অতিরিক্ত সচিব আবু হেনা মোরশেদ জামানকে সিএমএসডির পরিচালক পদে নিয়োগ দেয় সরকার।

বেসরকারি ওই টিভি চ্যানেলের প্রতিবেদন সূত্রে জানা যায়, স্বাস্থ্যমন্ত্রী ও তার ছেলের পছন্দের প্রতিষ্ঠান থেকে কেনাকাটা করার জন্য অনুরোধ আসে সদ্যবিদায়ী পরিচালকের কাছে। তিনি তা আমলে নেননি বলেই তাকে সরিয়ে দেয়া হয়েছে বলে দাবি করেন।

ডা. শহীদউল্লাহ বলেন, এন৯৫ মাস্ক সরবরাহের ক্ষেত্রে সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছে ব্যাখ্যা না চেয়ে একপাক্ষিকভাবে সিএমএসডির কাছে দোষ চাপানো হয়েছে। তাহলে এর দায় কার? জবাবে তিনি বলেন, ‘আমি বলব যে সম্পূর্ণ সেই প্রতিষ্ঠানের (জেএমআই) ওপর বর্তায়। যখন আমাদের নজরে আসে বিষয়টি, হাসপাতাল থেকে সাথে সাথে সেগুলো তুলে নিই।’

এই সেনা কর্মকর্তা বলেন, ‘জেএমআইকে আমরা সাথে সাথে চিঠি দিই। জানতে চাই কেন এই মাস্ক তারা সরবরাহ করেছে। তখন তারা ভুল স্বীকার করে। সাথে সাথে আমরা বিষয়গুলো জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি দিই, তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য।’

কোভিড-১৯ সংক্রমণ রোধে হাসপাতালের যন্ত্রপাতি ও সরঞ্জাম কেনাকাটার দায়িত্ব সিএমএসডির। শুরুতেই এন৯৫ মাস্ক নিয়ে আলোচনায় আসে প্রতিষ্ঠানটি। ব্যাখ্যা পাল্টা ব্যাখ্যার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে জমা পড়ে তদন্ত কমিটির প্রতিবেদন। ফলাফল হিসেবে প্রতিষ্ঠানের পরিচালকের বদলি করা হয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চিকিৎসকদের শীর্ষ সংগঠনগুলো মনে করে প্রথাভঙ্গ করে সেনাবাহিনীর মেডিকেল কোরের একজনকে সরিয়ে প্রতিষ্ঠানটিতে একজন অতিরিক্ত সচিবকে বসানো হয়। যার বিরোধিতা করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদও (স্বাচিপ)।

গত ২৩ মে জনপ্রশাসন সচিবকে লেখা যৌথ চিঠিতে বলা হয়, ‘বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ অবগত হয়েছে যে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রশাসন ক্যাডারের একজন অতিরিক্ত সচিবকে পরিচালক, কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি), স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগের। কারণ প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা স্বাস্থ্য ব্যবস্থার যাবতীয় চিকিৎসা সামগ্রী ক্রয়ের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নন। আমাদের জানামতে আজ পর্যন্ত উক্ত পদে চিকিৎসক কর্মকর্তা ব্যতীত কখনোই কাউকে পদায়িত করা হয় নাই।’

বিএমপি সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী এবং স্বাচিপ সভাপতি ডা. এম ইকবাল আর্সলান এবং মহাসচিব ডা. এম এ আজিজ চিঠিতে স্বাক্ষর করেন।

চিঠিতে আরো বলা হয়, ‘নিকট অতীতে উক্ত পদে সামরিক বাহিনীর জ্যেষ্ঠ চিকিৎসক কর্মকর্তাগণই ধারাবাহিকভাবে দায়িত্ব পালন করে আসছিলেন। দেশের এই ক্রান্তিলগ্নে প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তাকে এই পদে নিয়োগ কোনভাবেই গ্রহণযোগ্য নয় এবং ইহা একটি অশনি সংকেতের ইঙ্গিত বহন করছে।’

বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে জানান, এই পদায়ন আইন মেনেই করা হয়েছে। তিনি বলেন, ‘প্রথা তো ভঙ্গ করতেই পারি। আইনে কিনা তাই বলেন। ম্যানেজেরিয়াল ক্যাপাসিটির একজন লোক দরকার। আর পরবর্তীতে যদি মনে করি ওটা কিছু করতে হবে করা যাবে।’

ব্রিগেডিয়ার জেনারেল শহীদউল্লাহ দাবি করেন, তাকে এভাবে বদলি করে দেয়ার কারণ ভিন্ন। তিনি বলেন, ‘এখানে আমি যখন আসি তখন অনেকেই বলেছেন, এখানে অনেক সিন্ডিকেট আছে। বিভিন্ন উচ্চস্তর থেকে আমার প্রতি অনুরোধ ছিল যে তাদের দ্রব্যাদিসমূহ ক্রয়ের, সেগুলো আমি আমলে আনি নাই।’

সিএমএসডির সাবেক এই পরিচালক বলেন, ‘যখন তারা দেখলো যে তাদের কোনো স্বার্থ এখানে উদ্ধার হওয়ার কোনো সম্ভাবনা নেই তখনই আমাকে…। এটা আমি অনুমান করছি।’

প্রতিবেদন সূত্রে জানা যায়, কোভিড-১৯ এবং হাসপাতালের যন্ত্রপাতি কেনাকাটায় একটি সিন্ডিকেটের কথা তুলে ধরে বেশ কয়েকটি দপ্তরে চিঠিও পাঠান সাবেক পরিচালক। সেখানে বলা হয়, ‘স্বাস্থ্যমন্ত্রী ও তার ছেলের অনুরোধ রয়েছে এবং লিস্ট বা প্রাইস লিস্ট অনুযায়ী কেনাকাটা করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ এই তালিকাটি দিয়েছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল) সিরাজুল ইসলাম।

এ বিষয়ে ওই কর্মকর্তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘প্রশ্নই আসে না। উনি (শহীদউল্লাহ) হয়তো বলতে পারেন। কিন্তু তিনি যদি আমাকে কপি না দেন, তাহলে এটা কনফার্ম করে না। আমাকে তিনি কপি দিলে আমি অবশ্যই অবজেকশন দিতাম। যাওয়ার সময় কত কথাই বলতে পারে।’

ওই চিঠিতে স্বাস্থ্যখাতের বিভিন্ন সময়ের প্রভাবশালী পুরনো সিন্ডিকেটের নামও উঠে আসে। সিএমএসডির বিদায়ী পরিচালক বলেন, ‘যদি আমরা বলি যে মিঠুগ্রুপ। তার বিভিন্ন কোম্পানি রয়েছে, নামে বেনামে। প্রতিবছরই তারা পরিবর্তন করে। আমি স্বাভাবিক ক্রয় প্রক্রিয়ার মধ্যে এগুলো আমলে নিই না।’

শেয়ার করুন12শেয়ার করুন

পুনম পান্ডের সেক্স ও পর্নো কেলেঙ্কারি!

বিজ্ঞাপন
পূর্ববর্তী পোস্ট

করোনা, মাস্ক ও আমরা

পরের পোস্ট

করোনার ভ্যাকসিন আবিষ্কারে এগিয়ে দুই সংস্থা

সম্পর্কিত পোষ্ট

কোন মাস্ক কতটা সুরক্ষিত, মাস্ক পরার সময় কী কী বিষয় খেয়াল রাখতে হবে?

কোন মাস্ক কতটা সুরক্ষিত, মাস্ক পরার সময় কী কী বিষয় খেয়াল রাখতে হবে?

24/07/2020
‘মাস্ক পরা বাধ্যতামূলক’ আদেশের বিরোধিতায় ট্রাম্প

‘মাস্ক পরা বাধ্যতামূলক’ আদেশের বিরোধিতায় ট্রাম্প

18/07/2020

‌দীর্ঘ সময় মাস্ক পরে থাকার পরের মুখের যত্ন

01/07/2020
আরো দেখুন
পরের পোস্ট

করোনার ভ্যাকসিন আবিষ্কারে এগিয়ে দুই সংস্থা

এখানে মন্তব্য করুন

নতুন দম্পতিদের সহবাস টিপস

বিজ্ঞাপন
Barishal Barta বরিশাল বার্তা

কপিরাইট © বরিশাল বার্তা

প্রকাশক ও সম্পাদক - এইচ.এম.বায়েজিদ বোস্তামী

  • পরিচিতি
  • নীতি
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ

অনুসরণ করুন

No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • বিশ্ববার্তা
  • স্বাস্থ্য বার্তা
  • শিক্ষা বার্তা
    • পড়া-লেখা
    • ক্যাম্পাস বার্তা
    • একুশে বই মেলা
  • মনোরঞ্জন
    • ক্রীড়া বার্তা
    • বিনোদন বার্তা
    • দর্শনীয় স্থান
    • জোকস বার্তা
  • বরিশাল বিভাগ
    • বরিশাল
    • বরগুনা
    • ভোলা
    • ঝালকাঠি
    • পটুয়াখালী
    • পিরোজপুর
  • অন্যান্য জেলার সংবাদ
  • অন্যান্য বার্তা
    • ধর্ম বার্তা
    • ব্যতিক্রমী বার্তা
    • আইন-আদালত
    • অর্থনীতি
    • শোক ও স্মরণ
    • সোশ্যাল মিডিয়া
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • জীবনযাপন
  • ডাইনলোড নিউজ এন্ড্রয়েড অ্যাপ

কপিরাইট © বরিশাল বার্তা