রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগের করোনা ইউনিটে আগুন লেগে পাঁচজনের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট। একসাথে পুলিশের আইজি, ফায়ার সার্ভিস ও রাজউক কর্তৃপক্ষকে পৃথকভাবে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আগামী ১৪ জুনের মধ্যে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিতভাবে এর ব্যাখ্যা দিতে বলেছে হাইকোর্ট।
আজ মঙ্গলবার (২ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেওয়া হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ ও অ্যাডভোকেট নিয়াজ মাহমুদ ও সাহিদা পারভীন শিলা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
উল্লেখ্য, গত ২৭ মে, বুধবার রাত ১০ টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের করোনা ইউনিটে আগুন লাগার ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে চার জন পুরুষ ও একজন নারী ছিলেন।
বাংলা/এনএন