নাটোর সদরে এক যুবককে কুপিয়ে হত্যা করে বাড়ির দরজার তার লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। আজ ৩ জুন, বুধবার ভোরে সদর উপজেলার সিংড়ারদহ গ্রামে এ ঘটনা ঘটে। মিঠু ইসলাম নামের ওই যুবক গতকাল ২ জুন, মঙ্গলবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
নিহত মিঠু ইসলামের পিতার নাম আব্দুল্লাহ। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ পাঠিয়েছে পুলিশ। তারা ঘটনাটির তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত।
পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, পেশায় দিনমজুর মিঠু গতকাল রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় পরও না ফেরায় তাকে স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
আজ ভোর রাতে নিজ বাড়ির ঘরের দরজার পাশে পাওয়া যায় মিঠুর রক্তাক্ত মরদেহ। তারা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে তারা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
অন্য কোথাও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর তার বাড়িতে লাশ ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করতে পুলিশের একটি টিম এলাকায় অভিযান শুরু করেছে। সর্বশেষ সংবাদ পাওয়া পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলা/এসএ/