প্রায় আড়াই বছর আটক থাকার পর অবশেষে মার্কিন কারাগার থেকে ছাড়া পেলেন ইরানি বিজ্ঞানী সাইরাস আসগারি। মুক্তি পাওয়ার পরপরই তিনি ইরানগামী বিমানে উঠেছেন বলে নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।
২০১৭ সালে যুক্তরাষ্ট্রের ওহাইয়ো অঙ্গরাজ্য থেকে গ্রেপ্তার করা হয় এই তেহরানের শরীফ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধাপক আসগারিকে। তার বিরুদ্ধে ছাত্রদের সাথে যুক্তরাষ্ট্রের করা একটি প্রজেক্টের গোপন তথ্য শেয়ার করার অভিযোগ আনে মার্কিন ফেডারেল সংস্থা এফবিআই।
তবে আদালতে তার বিরুদ্ধে ভিসা আবেদনের প্রক্রিয়া, নিষেধাজ্ঞা এড়ানোর উপায় এবং ইরানে মার্কিন প্রযুক্তি পাচারের বিষয়ে গোপন তথ্য ফাঁস করার অভিযোগ আনা হয়। প্রায় আড়াই বছর আইনি লড়াইয়ে নিজেকে নির্দোষ প্রমাণিত করেই ছাড়া পান বিজ্ঞানী আসগারি।
তার মুক্তির বিষয়টি ইনস্টাগ্রাম পোস্টে জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। এতে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে ইরানি বিজ্ঞানী সাইরাস ফিরে আসছেন।’ এটিকে একটি দারুণ সংবাদ হিসেবেও উল্লেখ করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।
বাংলা/এসএ/