ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে এবার এক তরুণীকে অপহরণ, ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল ২১ সেপ্টেম্বর, সোমবার তার বিরুদ্ধে রাজধানীর কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করা হয়েছে বলে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান নিশ্চিত করেছেন। এ মামলায় নুরুসহ ছয়জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
এর আগে গতকাল রাত সাড়ে আটটার দিকে রাজধানীর মৎস্য ভবনের সামনে থেকে সাবেক ভিপি নুরসহ ছাত্র অধিকার পরিষদের আরো ৭ জন নেতাকে আটক করে পুলিশ। পরে ঘণ্টাখানেক পর তাদের ছেড়ে দেয়া হয়।
পরবর্তীতে নুর ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিতে গেলে ফের তাকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। তার কাছ থেকে মুচলেকা নিয়ে রাত ১টার দিকে তাকে পুনরায় ছেড়ে দেয়া হয়।
এর আগে ২০ সেপ্টেম্বর, রবিবার রাতে রাজধানীর লালবাগ থানায় ভিপি নুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ওই মামলা করা হয়। ঢাবি’র এক শিক্ষার্থী বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। এই মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ধর্ষণে সহযোগিতা করার কারণে নুরের নাম উল্লেখ করা হয়।