দেশের বিভিন্ন স্থানে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। ৩ জুন, বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। এই পূর্বাভাসটি আগামী ৪ জুন বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত কার্যকর থাকবে।
আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়, ‘ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বেশ কয়েকটি স্থানে এবং রাজশাহী ও রংপুর বিভাগের এক বা দুই জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।’ এছাড়া কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়।
তবে রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলে হালকা তাপ প্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা সারা দেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস।
বাংলা/এনএস