৬০ শতাংশ যাত্রী ভাড়া বাড়ানোর পরিবর্তে আর্থিক সহায়তার দাবি করেছেন অটোরিকশা ও হালকা যানবাহন পরিবহন শ্রমিকরা। সরকারের প্রণোদনা প্যাকেজের আওতায় সরাসরি এই সহায়তা দাবি করেন তারা। ভাড়া বাড়ালেও এর থেকে তিন চাকা ও হালকা যানবাহনের শ্রমিকদের কোনো লাভ হবে না বলেও জানান তারা।
৩ জুন, বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অটোরিকশা হালকা যানবাহন পরিবহন শ্রমিক ফেডারেশন (বিএএলটিডব্লিউএফ) এই দাবি করেন।
এ সময় বিএএলটিডব্লিউএফ নেতারা জানান, বর্ধিত ভাড়া থেকে তিন চাকা ও হালকা যানবাহনের পরিবহন শ্রমিকরা লাভবান হতে পারবেন না। সাধারণ ছুটির দিনে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সরকারি আর্থিক সহায়তার জন্য জেলা প্রশাসন, সিটি মেয়র, ত্রাণ ও দুর্যোগ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়সহ প্রশাসনের বিভিন্ন স্তরে বারবার আবেদন করলেও এখনো কিছু পাওয়া যায়নি।
এছাড়াও স্বাস্থবিধি বজায় রেখে সীমিত আকারে পরিবহন কার্যক্রম পুনরায় চালু করার সরকারি সিদ্ধান্তকে স্বাগতও জানিয়ে নেতারা পরিবহন খাতের চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান।
বিএএলটিডব্লিউএফ’র সাধারণ সম্পাদক গোলাম ফারুক বলেন, ‘চাঁদাবাজি বন্ধ করতে হবে। এটি পরিবহন খাতে নৈরাজ্য সৃষ্টি করে এবং শ্রমিকের কোনো ভালো করে না। যারা অতীতে চাঁদাবাজির সাথে জড়িত ছিলেন তাদের চিহ্নিত করতে এবং আইনের আওতায় আনতে হবে। এছাড়াও পরিবহন শ্রমিকদের চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার হওয়ারও আহ্বান জানান তিনি।
এ সময় ফেডারেশনের নেতারা করোনাভাইরাস সংক্রমণের খুব ঝুঁকিযুক্ত শ্রমিকদের বিশেষ ভাতা দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক গোলাম ফারুক। এ সময় সংগঠনের সভাপতি আবুল হোসেনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
বাংলা/এনএস
আপনার মন্তব্য লিখুন