তিন দিনের জন্য অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ৪ জুন, বৃহস্পতিবার থেকে আগামী ৬ জুন, শনিবার পর্যন্ত ফ্লাইট স্থগিত করা হয়। যাত্রী সংকটরে কারণেই এসব ফ্লাইট বাতিল করা হয় বলে জানায় এই বিমান সংস্থাটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দাবি করেন, করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর কারণে অভ্যন্তরীণ রুটে যাত্রী সংকট সৃষ্টি হয়েছে, তাই ফ্লাইট বাতিলে বাধ্য হয়েছে।
বিমান জানায়, আগামী ৪, ৫, ৬ জুনের সব শিডিউল ফ্লাইট বাতিল করা হয়েছে। এই ৩ দিন ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে প্রতিদিন চারটি করে ফ্লাইট পরিচালনার কথা ছিলো।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর সোমবার থেকে অভ্যন্তরীণ তিন রুটে ফ্লাইট চলাচল শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে যাত্রী সংকটের কারণে দ্বিতীয় দিন ২ জুন মঙ্গলবার ও ৩ জুন বুধবারও সব ফ্লাইট বাতিল করে এই সংস্থাটি।
বাংলা/এনএস
আপনার মন্তব্য লিখুন