শেরপুরে নতুন করে ১৪ জনের করোনা (কোভিড-১৯) রোগী শনাক্ত করা হয়েছে। এতে করে জেলাটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১০৮ জনে দাঁড়ালো। এর মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৫৫ জন। আর করোনায় প্রাণ হারিয়েছেন একজন ব্যক্তি।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, জেলায় করোনায় মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ জন। আর মারা গেছেন একজন।
এই সিভিল সার্জন আরো জানান, ৩ জুন, বুধবার আক্রান্তদের মধ্যে নকলা উপজেলায় নয়জন, ঝিনাইগাতীতে তিনজন ও নালিতাবাড়ীর দুজন রয়েছেন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৫৩ জন।
এছাড়ার ২৭ জন হোম আইসোলেশনে এবং ১৫ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন বলেও জানিয়েছেন ডা. একেএম আনওয়ারুর রউফ।
বাংলা/এনএস