ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে কর্মরত বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া এবার কৃষাঙ্গ আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ড নিয়ে সরব হলেন। তার ইন্সটাগ্রাম পোস্টে ফ্লয়েডের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন।
তিনি তার ইন্সটাগ্রামে লিখেছেন, ‘অনেক কাজ করার দরকার আছে এবং এটি আন্তর্জাতিক স্তরে এবং ব্যক্তিগতভাবেও শুরু করা দরকার।’
ত্বকের রংয়ের কারণে যে বর্ণবাদী বৈষম্য আমেরিকাসহ সারা বিশ্বে বিদ্যমান আছে তার অবসান ঘটাতে তিনি নিজেদের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, ‘আমাদের এ ব্যাপারে সবাইকে শিক্ষিত করার এবং ঘৃণার অবসান ঘটাতে দায়িত্ব নিতে হবে।’
শুধুমাত্র গায়ের রংয়ের কারণে কাউকে হত্যা করা যায় না উল্লেখ করে তিনি বর্ণবাদী এ যুদ্ধের অবসান কামনা করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ‘এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং সারা বিশ্বে এই বর্ণবাদী যুদ্ধের সমাপ্তি হতে হবে। আপনি যেখানেই থাকুন না কেন, আপনার পরিস্থিতি যা-ই হোক না কেন, গায়ের রংয়ের কারণে অন্যের হাতে কারোরই এমন মৃত্যু কাম্য হতে পারে না।’