কোয়ারেন্টাইন নিয়ে দুই বোর্ডের মতভেদের কারণে আপাতত স্থগিত হয়ে গেছে টাইগারদের শ্রীলঙ্কা সফর। তবে এরই মধ্যে চূড়ান্ত হয়েছে আগামী বছরের মার্চে নিউজিল্যান্ড সফর।
আজ ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেসি)। এই সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন সাকিব-তামিম-মুশফিকরা। অবশ্য এর আগেই ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে আতিথ্য দেবে কিউইরা।
১৩ মার্চ ড্যানেডিনে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সফরটি। দ্বিতীয় ওয়ানডেটি হবে ক্রাইস্টচার্চে, ১৭ মার্চ। ২০ মার্চ ওয়েলিংটনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
দুই দিনের বিরতি শেষে ২৩ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। নেপিয়ারে হবে প্রথম ম্যাচটি। ২৬ মার্চ অকল্যান্ডে দ্বিতীয় ম্যাচ আর ২৮ মার্চ হ্যামিল্টনে শেষ টি-টোয়েন্টি ম্যাচ।
২০১৯ সালের ফেব্রুয়ারি-মার্চে সবশেষ নিউজিল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ দল। সেবার সফরের মাঝামাঝিতেই ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। নির্বিচারে গুলি চালানোর এ ঘটনায় মৃত্যু হয়েছিল ৫১ জন মুসল্লির, আহত হন আরো ৪০ জন।
অল্পের জন্য বেঁচে যান বাংলাদেশের ক্রিকেটাররা। কারণ সেদিন জুমার নামাজ আদায়ের জন্য সেই মসজিদের দিকেই যাচ্ছিলেন তারা। পথিমধ্যে দেরি হওয়ায় ওই হামলার কবল থেকে বেঁচে যান তারা। পরে তরিঘড়ি করে সফর অসমাপ্ত রেখেই দেশে ফিরিয়ে আনা হয় ক্রিকেটারদের।