দামি শাড়ি-গহনার রহস্য কী?
তমা: হ্যাঁ রে সিমা, আজ তুই এত দামি দামি শাড়ি-গহনা পরেছিস।
সিমা: আগের দিন কি আর আছে?
তমা: তোর স্বামী কি তাহলে চাকরি বদল করেছে।
সিমা: না রে।
তমা: তাহলে?
সিমা: আমি গতমাসে স্বামী বদল করেছি।
****
সুন্দরী মেয়ে দেখে সবাই অবাক!
অফিসে খুব সুন্দরী এক মেয়ে প্রবেশ করল। মেয়েটিকে দেখে তো অফিসের সব পুরুষ অবাক হয়ে গেল। কিন্তু মেয়েটি অফিসে ঢুকেই এমন
এক কথা বলল, যা শুনে পুরুষগুলো বেহুঁশ হয়ে গেল!
আসলে কী বলেছিল মেয়েটি? মেয়েটি বলেছিল, ‘ভাইজান একটু চাপেন, রুমটা ঝাড়ু দিতে হবে!
****
মেয়েদের ওড়না ভেবে যা হলো
পল্টু বেলকনিতে বসে চা খাচ্ছিল। এমন সময় পাশের বাসার বেলকনিতে শুকাতে দেওয়া একখানা কাপড় এসে তার মুখটাকে ঢেকে দিলো!
পল্টু ওটাকে মেয়েদের ওড়না ভেবে সিনেমার মতো বিষয়টা উপভোগ করতে যাবে, এমন সময় বুঝতে পারল ওটা পাশের বাসার আঙ্কেলের লুঙ্গি! পল্টুর মেজাজটাই বিগড়ে গেল।