শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ। বর্তমানে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।
পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন নিরীক্ষা কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ গতকাল ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার রাত ৮টার দিকে অসুস্থ হয়ে পড়েন। পরে রাত ৯টার দিকে ৭৫ বছর বয়সী এই নেতাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় বলে নিশ্চিত করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস। পরে তাকে হাসপাতালটির আইসিইউতে স্থানান্তর করা হয়।
আওয়ামী লীগ সরকারের এক মেয়াদে জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৫ আগস্টের অন্যতম শহিদ আব্দুর রব সেরনিয়াবাতের ছেলে এবং ওই ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাইও তিনি।
তার বড় ছেলে সাদিক আবদুল্লাহ বরিশাল সিটি করপোরেশনের মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার পারিবারিক সূ্ত্রে জানা যায়, গতকাল রাত ৮টার দিকে হঠাৎই শ্বাসকষ্ট অনুভব করেন আবুল হাসানাত আবদুল্লাহ। তার অক্সিজেন লেভেল কমে আসলে দ্রুত তাকে স্কয়ার হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে আইসিইউতে নেয়ার পর তা কিছুটা স্বাভাবিক হয়েছে।
এছাড়াও করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনাও সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। আজ দুপুর নাগাদ এর রিপোর্ট আসার কথা। তার সুস্থতার জন্য দল ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর দোয়া কামনা করা হয়েছে।