মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডের মৃত্যুতে প্রতিবাদ তীব্রতর হচ্ছে। বর্ণবাদের বিরুদ্ধে গড়ে ওঠা এই আন্দোলনে এবার সমর্থন হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট মেয়ে টিফানি ট্রাম্প (২৬)। এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন তিনি।
টিফানির মা ও ট্রাম্পের দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপলসও আন্দোলনের প্রতি তার সমর্থন জানিয়েছেন। টুইটার ও ইনস্টাগ্রামে একটি কালো স্ক্রিনের ছবি শেয়ার করেছেন টিফানি। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম এই সময়।
হেলেন কেলারের জনপ্রিয় উক্তির উদ্ধৃত দিয়ে টিফানি ওই পোস্টে লিখেছিলেন, ‘একা একা আমরা মানান্য কিছু অর্জন করতে পারি, একসঙ্গে অনেক কিছু অর্জন করতে পারি।’ এছাড়া #blackoutTuesday (মঙ্গলবারের কালোরাত্রি) এবং #justiceforgeorgefloyd (জর্জ ফ্লয়েডের জন্য ন্যায় বিচার) হ্যাশট্যাগও দিয়েছেন তিনি। এই হ্যাশট্যাগগুলো এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠছে।
হোয়াইট হাউজের বাইরে বিক্ষোভকারীদের ওপরে পুলিশি হামলার কয়েক ঘণ্টার মধ্যে সামজিক মাধ্যমে এই পোস্ট করেন টিফানি।
এদিকে ফ্লয়েডের মৃত্যুতে শোকপ্রকাশ করলেও বিক্ষোভের সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, ‘সমাজবিরোধীর দল ভাঙচুর চালাবে, সেটা আমরা হতে দেব না। আমার প্রশাসন এই সহিংসতা থামাবে, আমরা এই বিক্ষোভ ঠান্ডা করে দেব।’ যদিও ট্রাম্প এজন্য অতি-বাম চরমপন্থীদেরই দায়ী করছেন।
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের ডেমোক্র্যাটিক প্রতিপক্ষ জো বাইডেন সহিংসতার নিন্দা করে বলেন, ‘কৃষ্ণাঙ্গদের ওপর এই নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ প্রয়োজনীয় এবং ন্যায্য।’
প্রসঙ্গত, গত ২৫ মে চেক জালিয়াতির অভিযোগে, মিনিয়াপলিসে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে রাস্তায় ফেলে নৃশংস অত্যাচার করে পুলিশ। শ্বাস নিতে কষ্ট হচ্ছে বলে বার বার আরজি জানালেও, হাঁটু দিয়ে তার গলা চেপে বসে থাকেন ডেরেক শওভিন। জর্জের পিঠের ওপর চাপ দিয়ে বসে থাকেন আরো দুই পুলিশকর্মী। এতে করে ঘটনাস্থলেই মৃত্যু হয় জর্জ ফ্লয়েডের। সামাজিক যোগাযোগের মাধ্যমে সেই ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এরপর থেকেই বিক্ষোভের আগুনে জ্বলছে যুক্তরাষ্ট্র জুড়ে। কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন দেশটির হাজার হাজার মানুষ।
বাংলা/এনএস