৪২ বছরের ওয়াজিদ খানের বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। কিছুদিন আগেই তাঁর কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। সম্প্রতি জানতে পারেন কিডনিতে সংক্রমণ হয়েছে। মৃত্যুর আগে ৪ দিন তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। দ্রুত অবস্থার অবনতি ঘটে। সেই সঙ্গে শরীরে থাবা বসায় করোনা সংক্রমণ। তাঁর এই অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে আসে বলিউডে। বহু তারকা সোশ্যাল মিডিয়ায় জানান তাঁদের শোকবার্তা।
এতদিনে নিজেকে খানিকটা সামলে উঠে ভাই ওয়াজিদের জন্যে সোশ্যাল মিডিয়ায় বার্তা পোস্ট করলেন সাজিদ খান। ওয়াজিদের সঙ্গে তাঁর একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সাজিদ আবেগাপ্লুত সাজিদ লেখেন, ‘এই দুনিয়ায় আমি মায়ের সঙ্গে আছি। তুমি ওই দুনিয়ায় বাবার সঙ্গে আছো। খুব ভালোবাসি তোমাকে ভাই। আমার স্বর্গের রকস্টার।’
বিজ্ঞাপন
আপনার মন্তব্য লিখুন