প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত ভারতের মোস্ট ওয়ান্টে ডন দাউদ ইব্রাহিম। ১৯৯৩ সালে মুম্বাই হামলার জন্য দাউদ ইব্রাহিমকেই দায়ী করে ভারত। এছাড়ও তার স্ত্রী মেহেজবানও করোনা আক্রান্ত বলে জানা গেছে। এই মাফিয়া ডনের একজন ব্যক্তিগত দেহরক্ষী এবং কর্মীও করোনায় আক্রান্ত হয়েছে।
ভারত সরকারের শীর্ষ সূত্রকে উদ্ধৃত করে এমনই দাবি করেছে। তবে দাউদ বর্তমানে পাকিস্তানে নাকি অন্যত্র রয়েছে, তা জানা যায়নি। দেশটির একটি ইংরেজি সংবাদমাধ্যমরে বরাত দিয়ে এমন খবর প্রকাশ এই সময় ও নিউজ এইট্টিন।
নিউজ এইট্টিন জানায়, পাকিস্তানের করাচির একটি সেনা হাসপাতালে ভর্তি দাউদ, কোয়ারেন্টাইনে রয়েছে দাউদের বডিগার্ড।
এর আগে ২০১৭ সালে দাউদ অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়ে। কিন্তু সেইসময় পুলিশের জিজ্ঞাসাবাদে তার ভাই কাসকর দাবি করেছিলেন, ‘পুরোপুরি সুস্থ দাউদ।’
এরপর ২০১৮ সালে দাউদের আইনজীবী শ্যাম কেসওয়ানি দাবি করেন, আত্মসমর্পন করতে চায় দাউদ, তবে শর্তসাপেক্ষে। ওই শর্তগুলোর মধ্যে একটি হলো তাকে মুম্বাইয়ের আর্থার রোড সেন্ট্রাল জেলে রাখতে হবে। এই আর্থার জেলেই ২০০৮ সালে মুম্বাই বিস্ফোরণের অন্যতম চক্রী আজমল কসাভকে রাখা হয়েছিল।
বাংলা/এনএস