পাবনায় একই পরিবারের স্বামী-স্ত্রী ও মেয়েসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৫ জুন, শুক্রবার দিলালপুরের একটি বাড়ি থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত ওই গৃহকর্তার নাম আব্দুল জব্বার (৬০)। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
বাকি নিহতরা হলেন- আব্দুল জব্বারের স্ত্রী ছুম্মা খাতুন (৫০) ও মেয়ে সানজিদা খাতুন (২৪)। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে ওসি নাসিম উদ্দিন জানান, দুপুরে ওই বাড়ি থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। ডাকাতরা তাদেরকে কুপিয়ে হত্যার পর বাড়ির সব মালামাল লুট করে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরো জানান, ঘটনাটি দুই-তিনদিন আগে ঘটেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলা/এনএস