কপিরাইট ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে জর্জ ফ্লয়েডের প্রতি শ্রদ্ধা জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বানানো ভিডিওকে টুইটার কর্তৃপক্ষ বাতিল বলে ঘোষণা করেছে।
ভিডিও ক্লিপটি ফ্লয়েডের মৃত্যুর পরে সংগঠিত হওয়া প্রতিবাদ মিছিল এবং সহিংস ঘটনাগুলোর ফটো এবং ভিডিও মিলিয়ে তৈরি করা হয়েছিলো। আর তার পটভূমিতে ট্রাম্পের বক্তব্য জুড়ে দেয়া হয়েছিলো।
টুইটারের পক্ষ থেকে তার প্রতিনিধি জানিয়েছেন, ‘একজন মালিক বা তার অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে আমাদের কাছে প্রেরিত বৈধ কপিরাইট অভিযোগের ফলে আমরা এটা করেছি।’
ট্রাম্পের প্রচার সংক্রান্ত উপ-প্রেসসচিব কেন ফার্নাসো বলছিলেন যে রাষ্ট্রপতির বার্তা সেন্সর করার জন্য টুইটার মূলধারার গণমাধ্যমের মতো কাজ করছে যা ‘অবাক করার মতো দুঃখজনক’ ব্যাপার।
তিন মিনিট ৪৫ সেকেন্ডের ভিডিওটিতে ৩ জুন ট্রাম্পের প্রচার মাধ্যমে টুইট করা হয়েছিল। এটি ট্রাম্পের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও আপলোড করা হয়েছে। ভিডিও ক্লিপটি ইউটিউব এবং ফেসবুকে এ অবধি ১৪ লাখের বেশিবার দেখা হয়েছে।
এদিকে ফেসবুক বলেছে যে এই ক্লিপ সম্পর্কিত কোনও কপিরাইট অভিযোগ তারা পাইনি। আর ইউটিউবের জনক গুগল তাৎক্ষণিকভাবে এ নিয়ে কোনো অনুরোধের জবাব দেয়নি।
এর আগে টুইটার ট্রাম্পের কমপক্ষে দুটি ভিডিও বাতিল করেছে যেখানে ব্যাটম্যান মুভি ‘দ্য ডার্ক নাইট রাইজস’ এবং নিকেলব্যাকের ‘ফটোগ্রাফ’ এর সাউন্ডট্র্যাক থেকে সংগীত নেয়া হয়েছিল।