হাইলাইটস
- সায়ন্তন ঘোষালের পরিচালনায় এই সিরিজের স্ট্রমিং হওয়ার কথা ছিল এবছেরর শুরুতেই।
- কিন্তু কিছু সমস্যার কারণে তা হয়নি।
- তবে লালবাজার শীঘ্রই আসছে জিফাইভে
কলকাতা শহরে ঘটে চলা পরপর কয়েকটি খুন, অপরাধ এবং হোমিসাইড বিভাগের পাঁচ তদন্তকারী অফিসারের ভূমিকা নিয়েই তৈরি ওয়েব সিরিজ লালবাজার। আসে যৌনকর্মী হত্যা প্রসঙ্গও।
সায়ন্তন ঘোষালের পরিচালনায় এই সিরিজের স্ট্রমিং হওয়ার কথা ছিল এবছেরর শুরুতেই। কিন্তু কিছু সমস্যার কারণে তা হয়নি। তবে লালবাজার শীঘ্রই আসছে জিফাইভে। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, কৌশিক সেন,সৌরসেনী মৈত্র, বিদীপিতা চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, সায়ন্তনী গুহঠাকুরতা-সহ টলিউডের একাধিক অভিনেতা।
এছাড়াও বলিউড থেকে আছেন হৃষিতা ভাট। লালবাজারের এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে এক ক্রাইম রিপোর্টারও। শহরের এক যৌনকর্মী কেন আত্মহত্যা করলেন, সেই ঘটনার সঙ্গে শহরের এক মাফিয়া ডন খুনের যোগসূত্রই বা কি এসব নিয়েই টানটান উত্তেজনায় তৈরি হয়েছে এই সিরিজ। অপরাধ আর তদন্তেই এগোবে গল্প।
জিফাইভে স্ট্রিমিং শুরু হবে ১৯ জুন থেকে। হিন্দি আর বাংলা দুটো ভাষাতেই দেখা যাবে এই ওয়েব সিরিজ। ওয়েব সিরিজটির চিত্রনাট্যকার রঙ্গন চক্রবর্তী।
আপনার মন্তব্য লিখুন