• বিশ্ববার্তা টিভি
  • মোবাইল অ্যাপ
  • যোগাযোগ
০৩/০৭/২০২২
Barishal Barta
AmraSobai
  • হোম
  • জাতীয় বার্তা
    • জাতীয়
    • ক্রাইম বার্তা
    • ক্যাম্পাস বার্তা
    • পজেটিভ বাংলাদেশ
  • বরিশাল বিভাগ
    • বরিশাল
    • বরগুনা
    • ভোলা
    • পটুয়াখালী
    • পিরোজপুর
    • ঝালকাঠি
  • মনোরঞ্জন
    • ক্রীড়া বার্তা
    • বিনোদন বার্তা
    • দর্শনীয় স্থান
  • বিশ্ববার্তা
  • বিবিধ বার্তা
    • ধর্ম বার্তা
    • অর্থনীতি
    • শোক ও স্মরণ
    • আইন-আদালত
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সোশ্যাল মিডিয়া
No Result
View All Result
  • হোম
  • জাতীয় বার্তা
    • জাতীয়
    • ক্রাইম বার্তা
    • ক্যাম্পাস বার্তা
    • পজেটিভ বাংলাদেশ
  • বরিশাল বিভাগ
    • বরিশাল
    • বরগুনা
    • ভোলা
    • পটুয়াখালী
    • পিরোজপুর
    • ঝালকাঠি
  • মনোরঞ্জন
    • ক্রীড়া বার্তা
    • বিনোদন বার্তা
    • দর্শনীয় স্থান
  • বিশ্ববার্তা
  • বিবিধ বার্তা
    • ধর্ম বার্তা
    • অর্থনীতি
    • শোক ও স্মরণ
    • আইন-আদালত
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সোশ্যাল মিডিয়া
No Result
View All Result
Barishal Barta
No Result
View All Result
  • বিশ্ববার্তা টিভি
  • মোবাইল অ্যাপ
  • যোগাযোগ
বিজ্ঞাপন
হোম বিনোদন বার্তা

দুই ঘরানার ছবি পছন্দ, তবু কেমিস্ট্রিটা দারুণ

বরিশাল বার্তা ডেস্ক
২০২০/০৬/০৬
ক্যাটাগরি বিনোদন বার্তা
বিজ্ঞাপন

ঋত্বিক চক্রবর্তী থাকতেন ব্যারাকপুরে। আর অপরাজিতা ঘোষ থাকতেন দক্ষিণ কলকাতায়। দুজনের আলাপ হল কীভাবে? একটি চ্যানেলের জন্য সিরিয়ালে অভিনয় করেছিলেন অপরাজিতা। নাম ‘জীবন খোঁজে জীবন’। সেই সিরিয়ালের স্ক্রিপ্ট লিখতেন ঋত্বিক। তখনও অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেননি তিনি। সেই থেকে আলাপ। ২০০২ থেকে পরিচয় হলেও সম্পর্কটা অনেকদিন পর্যন্ত শুধু বন্ধুত্বের ছিল। তার বেশ কিছুটা পরে প্রেম-পরিণয়। এখন গাঙ্গুলিবাগানে জমজমাট সংসার।

ঋত্বিক আর অপরাজিতার মিল কোথায়, অমিলই বা কোথায়? ‘ও ভাবে বলতে পারব না। তবে ঝগড়া করার সময় বুঝতে পারি, এ গুলো অমিল’, হাসেন ঋত্বিক। আর অপরাজিতার সংযোজন, ‘সিনেমার নায়ক-নায়িকার মতো সম্পর্কেও একটা কেমিস্ট্রি হয়। আমাদের কেমিস্ট্রিটা দারুণ।’

কী ভাবে কাটছে সময় এখন?

‘এমন অনেক কাজ করতে হচ্ছে যা অন্য সময়ে করতে হয় না। আর বাড়ির সেই সব কাজ করতে করতেই আমরা নিজেদের দক্ষতা বুঝতে পারছি’, এই বলে ফোনে আড্ডা শুরু করেছিলেন ঋত্বিক। আর তাতে সুর মেলালেন অপরাজিতা। ‘এই লকডাউনে যেমন বুঝতে পেরেছি, আমি ভালো ঘর পরিষ্কার করছি আর ঋত্বিক ভালো রান্না করছে। তার মানে এই নয় যে আমি, শুধু সব পরিষ্কার করছি আর ঋত্বিক রান্না করছে। যখন যেমন কাজ আসছে, করে নিচ্ছি দুজনেই’, সংযোজন অপরাজিতার।

ঋত্বিকের সঙ্গে কথা বলতে গেলে একটা প্রশ্ন অবধারিত। সাক্ষাৎকার দিতে এত আপত্তি কেন? একটু ভেবে ঋত্বিকের উত্তর, ‘আমার অনেক সাক্ষাৎকার ছাপা হয়েছে। তবে এটাও ঠিক, আমার আর নতুন করে কিছু বলার নেই। একই কথা কতবার বলব? এমনিতে ছবি মুক্তির আগে আমরা সব অভিনেতারা সাক্ষাৎকার দিই। গভীর কোনও দর্শন নিয়ে তো আর চলি না, যে প্রতিবার দারুণ কিছু বলব। আমি মানুষটাই এ রকম।’

গত বছর পরপর ছবি মুক্তি পেয়েছে ঋত্বিকের। এটা কি নিছকই কাকতালীয়? ‘একেবারেই। কিছু ছবির মু্ক্তি পিছিয়ে ছিল। ফলে পরপর অনেক ছবি মুক্তি পায়। এ বছর ছবি মুক্তির সংখ্যা কমবে,’ বক্তব্য ঋত্বিকের। অপরাজিতা আবার একটা কাজের পর বেশ কিছুদিন ছুটি নেওয়ার পক্ষপাতী। বললেন, ‘আমার মনে হয়, অভিনেতা হিসেবে পরিণত করতে নিজেকে সময় দেওয়া প্রয়োজন।’ দুজনের একেবারে দুই ঘরানার ছবি পছন্দ। ‘আমি পছন্দ করি মিউজিকাল, রোম্যান্টিক ড্রামা। আর ঋত্বিকের পছন্দ গোলাগুলি। পরপর গোলাগুলির সিনেমা দেখলে আমি ঋত্বিককে মনে করাই অনেকদিন এই ধরনের সিনেমা বা সিরিজ দেখছি। তবে দুই ঘরানার ছবিই আমরা দেখি কমপ্রোমাইজ না করে’, অপরাজিতার দেওয়া তথ্য।

২০২০ শুরুতে কী কী প্ল্যান করেছিলেন, যা কোভিড ১৯-এর জন্য ভেস্তে গিয়েছে? বছরে তিনটে বড় ছুটিতে যান তাঁরা। ‘এ বছর আর বেড়াতে যাওয়া হবে না। আমরা একটু নির্জন জায়গায় যাই। এবং সেখানে অনেকদিন থাকি। এ বার সেটা খুব মিস করব’, স্বীকারোক্তি ঋত্বিকের। বেড়াতে যান। কিন্তু নিজেদের ছবি তেমন তোলেন না। জায়গার ছবি তুলেই তাঁরা খুশি। সেলফি তুললে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হয়। কিন্তু তাতেও খুব বেশি সক্রিয় নন তাঁরা। ‘আমি তবু মাঝেমধ্যে বাড়ির ছবি বা ছেলের ছবি দিই’, ঋত্বিক বলার পর অপরাজিতা শেষ করেন, ‘আর আমার তো অ্যাকাউন্ট নেই কোনও সোশ্যাল মিডিয়ায়’। কেন? ‘জীবনে বাঁচাটা খুব জরুরি। তার মধ্যে তৃতীয় মানুষকে এনে লাভ কী? আর আমরা দারুণ ভাবে বাঁচছি’, উত্তর অপরাজিতার। তা হলে যে বলিউডের পাওয়ার কাপলরা এত সক্রিয় সোশ্যাল মিডিয়ায়? ঋত্বিকের উত্তর, ‘তাঁরাও ততটুকু দেন, যতটুকু দিতে চান।’

ইরফান খানের মৃত্যু কষ্ট দিয়েছে তাঁদের। দু’জনেরই প্রিয় অভিনেতা নাসিরুদ্দিন শাহ, দীপ্তি নাভাল। কৌশিক গঙ্গোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, ঋদ্ধি সেনের কাজও খুব পছন্দ অপরাজিতার। তবে দুজনেই কনটেন্টের উপর ভিত্তি করে সিনেমা দেখেন। প্রিয় অভিনেতা আছে বলেই দেখে নিলেন, এমনটা নয়। একে-অপরের কাজও পছন্দ করেন খুব। বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন চরিত্র অনুযায়ী যে দুজনেরই অভিনয় বদলে যায় সেটাই উপভোগ করেন তাঁরা।

শুটিং শুরু হওয়া জরুরি। এর পাশে নিরাপত্তা নিয়ে কিছুটা চিন্তায় ঋত্বিক। তাঁর মতে, ‘অন্য সবার মতো আমিও চাই শুটিং শুরু হোক। কিন্তু মনে রাখতে হবে, এটা অফিসে চাকরি নয়। একটা শুটিংয়ের সঙ্গে নানা ধরনের কাজের মানুষ জড়িত। আমি নিজেও একটু সতর্ক থাকতে চাই। শুটিং শুরু হলেও আমি চিন্তাভাবনার পর কাজ শুরু করব’।

ছেলে উপমন্যুর সময় কাটছে কীভাবে? ‘সকালে অনলাইন ক্লাস চলে। আর ও আমাদের সঙ্গে সময় কাটাতে খুব ভালোবাসে। তাই সমস্যা হচ্ছে না’, বলেন অপরাজিতা। ‘ও নিজের মতো করে সময় কাটাতে পারে। তবে দিদা, কাজিনদের একটু মিস করছে’, যোগ করলেন ঋত্বিক। ‘এখানে আকাশ নীল’, অপরাজিতার অন্যতম জনপ্রিয় সিরিয়াল আবার নতুন ভাবে হচ্ছে। তবে অপরাজিতার দেখে ওঠা হয়নি। কিন্তু তাঁর শুভকামনা সব সময় রয়েছে সে কথা জানাতে ভুললেন না। ‘চরিত্র দুটোর নাম (উজান-হিয়া) আর সিরিয়ালের নামটা এক। বাকি পুরো ইউনিট কিন্তু আলাদা’, বললেন তিনি।

এত বেড়াতে যান, তা হলে কি ভবিষ্যতে পাহাড়ে বাড়ি করে থেকে যাবেন? ঋত্বিকের উত্তর, ‘এটা ‘আমি কী চাই’ প্রশ্ন করলে তার উত্তর হতে পারে। বাস্তবে সম্ভব কিনা জানি না’। অপরাজিতার মত, ‘বাড়ি বানাতে, মেনটেনেন্স করতে যা খরচ হবে, সেই টাকায় অনেক জায়গা ঘুরে নিতে পারব’।

একসঙ্গে তিনটে ছবিতে অভিনয় করেছেন তাঁরা। ভবিষ্যতে আবার এরকম সুযোগ আসবে কিনা তা সময় বলবে। তবে তাতে কিছু এসে যায় না। দাম্পত্যের প্রতিদিনের জীবন উদযাপন তো রইলই।

বিজ্ঞাপন
শেয়ার করুন1শেয়ার করুন

পুনম পান্ডের সেক্স ও পর্নো কেলেঙ্কারি!

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Barishal Barta বরিশাল বার্তা

Sponsor by AmraSobai

প্রকাশক ও সম্পাদক - এইচ.এম.বায়েজিদ বোস্তামী

  • পরিচিতি
  • নীতি
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ

অনুসরণ করুন

No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • বিশ্ববার্তা
  • স্বাস্থ্য বার্তা
  • মনোরঞ্জন
    • ক্রীড়া বার্তা
    • বিনোদন বার্তা
    • দর্শনীয় স্থান
  • বরিশাল বিভাগ
    • বরিশাল
    • বরগুনা
    • ভোলা
    • ঝালকাঠি
    • পটুয়াখালী
    • পিরোজপুর
  • অন্যান্য জেলার সংবাদ
  • অন্যান্য বার্তা
    • ধর্ম বার্তা
    • ব্যতিক্রমী বার্তা
    • আইন-আদালত
    • অর্থনীতি
    • শোক ও স্মরণ
    • সোশ্যাল মিডিয়া
    • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ডাইনলোড নিউজ এন্ড্রয়েড অ্যাপ

Sponsor by AmraSobai