নারায়ণগঞ্জের করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ায় লাশ দাফনে এগিয়ে আসনি কেউ। মৃত ওই নারীর নাম আউলিয়া বেগম। মৃত্যুর প্রায় ৬ ঘণ্টা পর ওই নারীর লাশ দাফন করে স্বেচ্ছাসেবক একটি দল। জেলার সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের আলমপুরা গ্রামে এই ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকার গঠিত স্বেচ্ছাসেবক দলের সদস্যরা ওই নারীর লাশ দাফনের ব্যবস্থা করে। ৫ জুন, শুক্রবার রাত ১২টার দিকে তার লাশ দাফন করা হয়।
এলাকাবাসীরা জানায়, আলমপুরা গ্রামের হোসেন আলীর স্ত্রী আউলিয়া বেগম কয়েকদিন ধরে জ্বর, ঠাণ্ডা, শ্বাসকষ্ট ও গলা ব্যথাসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। এর মধ্যে শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর করোনার ভয়ে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী তার লাশের পাশে যায়নি।
আরো জানা গেছে, খবর পেয়ে সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৩) ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা তার স্বেচ্ছাসেবক দল রাতে দাফনের জন্য হোসেন আলীর বাড়িতে পাঠান।
ওই স্বেচ্ছাসেবক দলের প্রধান মো. সানাউল্লাহ ব্যাপারী জানান, রাত ১২টার দিকে ওই বাড়িতে গিয়ে লাশ ঘর থেকে বের করে জানাজা করে নানাখি কবরস্থানে দাফন করা হয়।
এ বিষয়ে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা জানান, করোনা পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পর্যায়ে টিম গঠন করে দেয়া হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর পর দাফনের জন্য অনেকেরই স্বজনেরা কেউ এগিয়ে আসে না। এটা অমানবিক। স্বেচ্ছাসেবক টিম গিয়ে রাতে ওই নারীর দাফনকাজ সম্পন্ন করেছে।
বাংলা/এনএস
আপনার মন্তব্য লিখুন