ঘূর্ণিঝড় আম্পান ও নিসর্গের আঘাতের ক্ষত না শুকাতেই নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানালেন বিশেষজ্ঞরা। আবারো বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরের বায়ুচাপের তারতম্যের কারণেই এই শঙ্কা প্রকাশ করেন তারা।
ভারতের আবহাওয়াবিদরা জানান, এখনো নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়, তবে বঙ্গোপসাগরের বিশেষ অঞ্চলে বায়ুচাপের এমনই তারতম্য ঘটেছে যা ঘূর্ণিঝড় তৈরির জন্য তা অনূকুল পরিবেশ। এমন খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম নিউজ এইট্টিন।
সাধারণত সমুদ্রের ওপর বিশেষ অঞ্চলে বায়ুচাপ কমে যাওয়া অর্থাৎ নিম্নচাপ সৃষ্টি হওয়া তা যেকোনও ঝড়ের উৎপত্তির প্রথম ধাপ হিসেবে বিবেচনা করা হয়।
দেশটির আবহাওয়া বিভাগ জানায়, আরো চার-পাঁচদিন লক্ষ্য করার পরই বোঝা যাবে আসলেই ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে কিনা। যদি এই নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত নাও হয়, তবে ১০ জুন ওড়িশা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে।
এ বিষয়ে আবহাওয়া বিভাগের পরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, ‘এই নিম্নচাপ আগামী সপ্তাহে ওড়িশার দিকে অগ্রসর হতে পারে। যেকোনো ঘূর্ণিঝড়ের প্রথম ধাপই হল এই ধরনের নিম্নচাপ। তবে এই ধরনের সব নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয় না। আমরা এই দিকে নজর রাখছি।’ আগামী কয়েকদিনেই বোঝা যাবে প্রবল বৃষ্টি হবে, নাকি আরো একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের দিকে এগোচ্ছে এই নিম্নচাপ।
বাংলা/এনএস