লকডাউন শুরু হতেই ইন্সটাগ্রামে ডেবিউ করেছিলেন তিনি। দুমাস পর ফের নিজের শরীরচর্চায় ব্যস্ত হয়ে গেলেন করিনা কাপুর খান। শনিবার , নিজের বিল্ডিং চত্বরেই জগিং করতে দেখা গিয়েছে তাঁকে। আর সেই ছবি ধরা পড়েছে পাপারাত্জিদের ক্যামেরায়।
করোনার জেরে গত দুমাস ঘরবন্দি অবস্থাতেই ছিলেন বেবো। স্বামী সইফ আলি খান ও ছেলে তৈমুরকে নিয়ে বেশ অনেকটা সময় কাটিয়েছেন। এবার শ্যুটিংয়ে ফেরার পালা। ঘরের মধ্যে ওয়ার্কআউট করলেও তাঁর সেই ছবি সামনে আসেনি কখনও। ছবিতে দেখা গিয়েছে, সাদা রঙের টি শার্ট ও কালো প্যান্ট ও কালো সু পড়ে বিল্ডিংয়ের চারিপাশে জগিং করছেন। দেখুন সেইসব ছবিগুলি…
জগিংয়ে ব্যস্ত বেবো।
চেনা ছন্দে ফিরছেন করিনা
জগিংয়ে ব্যস্ত নায়িকা
বিল্ডিং চত্নরেই চলছে জগিং পর্ব
ইন্সটাগ্রামে একটি ওয়ার্কআউটের পর ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে ক্যাপশনে লিখেছেন , ডিয়ার ফ্যাট, প্রিপেয়ারড টু ডাই…
লকডাউনের মধ্যেই করিনা অভিনীত আংরেজি মিডিয়াম সিনেমা ওয়েবে রিলিজ করে। যেখানে করিনার সহকর্মী ছিলেন ইরফান খান। এরপর করিনার হাতে রয়েছে করণ জোহারের তখত। এই সিনেমায় দেখা যাবে রণবীর সিং, আলিয়া ভাট, ভিকি কৌশল, ভূমি পাদনেকর, অনিল কাপুর ও জাহ্ণবী কাপুর।