ভারতের জনপ্রিয় অভিনেতা অর্জুন কাপুর ও মালাইকা অরোরার প্রেমের কথায় সবার জানা। এ বিষয়ে তারা দুইজন খোলামেলা ভাবেই সব কিছু জানিয়েছেন। কিন্তু তাদের বিয়ে নিয়ে চলছে নানা ধরনের গুঞ্জন। তবে শোনা যাচ্ছে চলতি জুন মাসেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। তবে এই কথা নাকচ করে দিয়েছেন অর্জুন।
এর আগেও এমন গুঞ্জন শোনা যায় যে, গত এপ্রিল মাসে বিয়ে করছেন অর্জুন-মালাইকা। অবশ্য সেই খবর মিথ্যা প্রমাণিত হয়েছে। হিন্দুস্থান টাইমস’র বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম নিউজ এইট্টিন।
এ বিষয়ে হিন্দুস্থান টাইমস’কে অর্জুন জানায়, ‘আমার মাত্র ৩৩ বছর বয়স, আমার কথা বিশ্বাস করুন, এখনো বিয়ের কোনো পরিকল্পনা নেই আমার।’
অর্জুন তার বিয়ের গুঞ্জনের বিষয়ে বলেন, ‘এমন খবরে কোনো ক্ষতি নেই ঠিকই, আমার কাউকে নিয়েই কোনো অভিযোগ নেই। তবে বার বার এক কথার জবাব দিতে মোটেই ভাল লাগে না।
এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ‘বিয়ে এমন এক সিদ্ধান্ত, এ বিষয়ে আগানোর আগে পরিবারের পরামর্শ নেব। আর যদি বিয়ে নিয়ে কোনো প্রকার প্রস্তুতি বা সিদ্ধান্ত নেয়া হতো, সেক্ষেত্রে এতদিনে সবাই জানতে পারতেন।’
বাংলা/এনএস