প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারী ঠেকাতে লকডাউন জারি করেছে জার্মান সরকার। আর তা ভঙ্গ করলে গুনতে হচ্ছে বড় অঙ্কের জরিমানাও। এই জরিমানা থেকে বাদ যাননি খেলোয়াড়রাও। একজন ফুটবলা খেলোয়াড় চুল কাটতে গিয়ে গুনেছেন মোটা টাকার জরিমানা।
জার্মানির জনপ্রিয় ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের দুই ফুটবলার লকডাউনের মাঝে চুল কাটতে গিয়েছিলেন। আর তাই শাস্তি পেতে হয়েছে তাদের। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম জিনিউজ।
ওই খবরে বলা হয়, বাড়িতে হেয়ার স্টাইলিস্ট ডেকে চুল কাটিয়েছিলেন এই দুই ফুটবলার। আর এ কারণেই তাদের জরিমানা করা হয়। সেই জরিমানার অঙ্কটাও ছোট নয়। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় নয় টাকার কাছাকাছি।
ওই দুই ফুটবলারের নাম বরুশিয়ার ফুটবলার জ্যাডন স্যাঞ্চো এবং ম্যানুয়েল আকানজি। লকডাউন চলাকালীন বাড়িতে হেয়ার স্টাইলারকে ডেকে পাঠান এই দুই ফুটবলার। এরপর চুল কাটানোর সময় ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেন তারা। এরপরই ঘটে যতো বিপত্তি।
ওই ছবিতে দেখা যাচ্ছে, স্বাস্থ্যবিধি না মেনেই দুই ফুটবলারের চুল কাটছেন হেয়ার স্টাইলার। তার মুখে কোনো মাস্ক নেই। হাতে নেই গ্লাভস। এমনকি ফুটবলারদের মুখেও মাস্ক ছিলো না। এরপরই দুই ফুটবলারকে জরিমানা করে জার্মান ফুটবল ফেডারেশন।
বাংলা/এনএস
আপনার মন্তব্য লিখুন