পুলিশি হাতে জর্জ ফ্লয়েডের মৃত্যুতে উত্তাল আমেরিকা। এমনই পরিস্থিতিতে ‘টিম ট্রাম্প’ ও ‘ট্রাম্প ওয়ার রুম’ নামক দুটি টুইটার অ্যাকাউন্ট থেকে ৩.৪৫ মিনিটের একটি ভিডিও আপলোড করা হয়। যে ভিডিওর বিষয়বস্তু ছিল আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষ্যে ট্রাম্পের পক্ষ থেকে জর্জ ফ্লয়েডের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। কিন্তু সেই ভিডিওটি সরিয়ে ফেলে টুইটার।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস’এর এক প্রতিবেদনে বলা হয়, ভিডিওটি মুছে ফেলার পর ফ্যাক্ট চেক নোটিফিকেশন পাঠায় টুইটার। টুইট করা ভিডিওটিতে অধিকাংশ ফুটেজের কপিরাইট সমস্যা রয়েছে বলে জানিয়েছে টুইটার। অর্থাৎ, ভিডিও ফুটেজ আপলোডারের নিজস্ব নয়।
এমন নিয়ম লঙ্ঘনের অভিযোগে সেই ভিডিওটি সরিয়ে ফেলে টুইটার। সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেকেরই মনে হয়েছে, ভিডিওতে ফ্লয়েডের মৃত্যুতে শোক প্রকাশ করা ছাড়াও, প্রতিবাদীদের বিরুদ্ধে মন্তব্য করা হয়েছে। এরপরই টুইটার ট্রাম্পের কাছে ফ্যাক্ট চেক নোটিফিকেশন পাঠায়।
আপনার মন্তব্য লিখুন