নাটোর প্রতিনিধি :
নাটোরে মাস্ক না পরে বাইরে বের হওয়ার কারণে ৫১ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৬ জুন, শনিবার দুপুরে শহরের মাদ্রাসা মোড় এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নাটোর সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব জাহাঙ্গীর আলম।
নির্বাহী অফিসার জনাব জাহাঙ্গীর আলম বলেন, ‘এই করোনাকালীন সময়ে সরকারী স্বাস্থ্যবিধির মধ্যে অন্যতম মাস্ক পরিধান করা। কিন্তু দেখা যাচ্ছে বেশির ভাগ মানুষই মাস্ক ছাড়া বাহিরে বের হচ্ছে, এতে করে করোনায় আক্রান্ত হওয়া ও করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে। তাই জনগণ যেন সরকারি স্বাস্থ্যবিধি মেনে বের হয় এজন্য শহরের গুরুত্বপূর্ণ স্থান মাদ্রাসা মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় মাস্ক না পড়ার অপরাধে ৫১ জনের কাছ থেকে মোট ৫৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।