রাজধানীর মধ্য বাড্ডায় একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে এসেছে। আজ ৭ জুন, রবিবার সকাল ১০টার দিকে ওই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের পৌনে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে, সকাল ১০টা ৪ মিনিটে মধ্য বাড্ডার প্রাণ সেন্টারের পেছনে একটি বৈদ্যুতিক খুঁটিতে হঠাৎ আগুন লাগে। এর ফলে গোটা এলাকা ধোঁয়ায় ছেয়ে যায়।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় ১০টা ৪৫ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ আসে।
এ সংবাদের সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন লাগার সুস্পষ্ট কারণ ও ক্ষয়ক্ষতি জানার চেষ্টা করছে।
তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলেও জানান তিনি।
বাংলা/এসএ/
বিজ্ঞাপন
আপনার মন্তব্য লিখুন