নভেল করোনাভাইরাসের সংক্রমণ যখন ভারতজুড়ে হু-হু করে বাড়ছে, তখনই একটি গবেষণা দেশটির জন্য আশার সংবাদ শুনিয়েছে। ম্যাথামেটিক্যাল মডেলের সাহায্যে করা এই গবেষণা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাসেই নাকি করোনা থেকে পুরোপুরি মুক্তি পেতে চলেছে ভারত!
অনলাইন জার্নাল এপিডিমিওলজি ইন্টারন্যাশনালে প্রকাশিত ওই গবেষণার বরাতে আজ ৭ জুন, রবিবার এ সংবাদ জানিয়েছে দেশটির গণমাধ্যম নিউজএইট্টিন।
দেশটির পাবলিক হেলথ বিভাগের ডেপুটি অ্যাসিসটেন্ট ডিরেক্টর ড. অনিল কুমার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডেপুটি অ্যাসিসটেন্ট ডিরেক্টর রুপালি রায় ওয়ার্ল্ডোমিটারের থেকে পাওয়া সারা বিশ্বের করোনায় আক্রান্তের সংখ্যা থেকে গবেষণাপত্রটি তৈরি করেছেন।
এই গবেষণা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, যখন আক্রান্তের সংখ্যা সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা এবং মৃত্যুর সংখ্যার অনুপাত একই রেখায় থাকবে, তখন ধীরে ধীরে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যাবে৷
গবেষকরা এই মুহূর্তে দেশের আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা এবং সুস্থ হয়ে যাওয়ার সংখ্যার বিশ্লেষণ করে আশা প্রকাশ করছেন, মোটামুটি সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে করোনামুক্ত হতে পারে ভারত।
আক্রান্তের হিসেবে বর্তমানে ষষ্ঠ স্থানে আছে ভারত। দেশটিতে মোট ২ লাখ ৪৬ হাজার ৬২২ জন আক্রান্তের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ৬ হাজার ৯৪৬ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৬৯৫ জন ও চিকিৎসাধীন ১ লাখ ২০ হাজার ৯৮১ জন। ৮ হাজার ৯৮১ জনের অবস্থা বর্তমানে গুরুতর।
বাংলা/এসএ/
আপনার মন্তব্য লিখুন