নভেল করোনাভাইরাসে আক্রান্ত মৃত্যুবরণ করেছেন রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসক ডা. মির্জা নাজিম উদ্দিন। তিনি হাসপাতালটির মেডিকেল সার্ভিস বিভাগের পরিচালক ও সিনিয়র কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আজ ৭ জুন, রবিবার বেলা সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন- বিএমএ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
বিএমএর মহাসচিব মো. ইহতেশামুল হক চৌধুরী বলেন, ‘প্রায় সপ্তাহ দুই আগে থেকে অসুস্থ ছিলেন মির্জা নাজিম উদ্দিন। তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। এ অবস্থায় আজ মারা গেলেন।’
সূত্র জানায়, করোনায় আক্রান্ত ডা. মির্জা নাজিম উদ্দিনকে স্কয়ার হাসপাতালের ভেন্টিলেটরে রাখা হয়েছিলো। সেখানেই আজ দুপুরে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) প্রাক্তন শিক্ষার্থী ডা. মির্জা নাজিম উদ্দিন বিএমএ’র আজীবন সদস্য ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে বিএমএ। সংগঠনটির সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
মৃত্যুকালে ডা. মির্জা নাজিম উদ্দিনের বয়স হয়েছিল ৬৭ বছর। তার স্ত্রী খালেদা ইয়াসমিন মির্জাও চিকিৎসক। এই দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জন চিকিৎসক মারা গেছেন।
বাংলা/এসএ/
আপনার মন্তব্য লিখুন