হাইলাইটস
- তবে তাঁর নাম আম্মুজ আমরুথা। তিনি আসলে, দক্ষিণী টিকটক স্টার।
- গত ৪ মে ছবিটি ২০ বছর পূর্ণ করেছে । সেই উপলক্ষেই টিকটক ভিডিয়োটি করেছেন আমরুথা।
- আগেও ইরানি মডেল মাহলাগা জাবেরির সঙ্গে ঐশ্বর্যর মুখের মিল পাওয়া গিয়েছিল।
ফের একবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঐশ্বর্য রাই বচ্চনের ‘যমজ’ বোন। একেবারে হুবহু, অবিকল চেহারা তাঁর। টিকটকে নানা ধরনের ছবি ও ভিডিয়ো প্রকাশ করে আরও শোরগোল ফেলে দিয়েছেন তিনি। তবে তাঁর নাম আম্মুজ আমরুথা। তিনি আসলে, দক্ষিণী টিকটক স্টার।
অভিনয় থেকে রিলেশন সবসময়ই লাইমলাইটে বচ্চন বধূ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আবারও ভাইরাল হয়েছেন তিনি। কিন্তু এবার চর্চা আম্মুজ আমরুথার লুক নিয়ে। সম্প্রতি এমন কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে রীতিমতো হতবাক হয়েছে ভক্তরা।
সম্প্রতি ঐশ্বর্যর মুক্তি পাওয়া তামিল ছবি ‘কান্দুকোন্দেন কান্দুকোন্দেন’-এ একটি জনপ্রিয় ডায়লগ টিকটিকে শেয়ার করেছেন আম্মুজ। তার পরই আরও ভাইরাল হয়ে গিয়েছেন তিনি। ছবিটিতে ঐশ্বর্য ছাড়াও ছিলেন অজিত কুমার ও টাবু। গত ৪ মে ছবিটি ২০ বছর পূর্ণ করেছে । সেই উপলক্ষেই টিকটক ভিডিয়োটি করেছেন আমরুথা। নিমেষে আমরুথার ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
নেটিজেনরা প্রিয় অভিনেত্রীর এমন হুবহু চেহারার আরেক স্টারকে পেয়ে আপ্লুত। অনেকেই প্রশংসা করেছেন আম্মুজকে। তবে এই প্রথম নয়, এর আগেও ইরানি মডেল মাহলাগা জাবেরির সঙ্গে ঐশ্বর্যর মুখের মিল পাওয়া গিয়েছিল। সেই সময়ও তাঁর ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।