গোপালগঞ্জের কোটালীপাড়ায় কৃষক নিখিল তালুকদার হত্যার দায়ে অভিযুক্ত পুলিশের এএসআই (সহকারী উপ-পরিদর্শক) শামীম হাসানকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ৭ জুন, রবিবার রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সংবাদের সত্যতা নিশ্চিত করে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, আজ ৮ জুন, সোমবার এএসআই শামীম হাসানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে নিহত কৃষক নিখিল তালুকদারের ছোট ভাই মন্টু তালুকদার বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি হত্যা মামলা করেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ২ জুন, মঙ্গলবার বিকালে রামশীল বাজার সেতুর পূর্বপাশে তাস খেলছিলেন নিখিলসহ স্থানীয় চার ব্যক্তি। এ সময় কোটালীপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক শামীম হাসান একজন ভ্যানচালক ও একজন যুবককে নিয়ে সেখানে গিয়ে আড়াল থেকে মোবাইলে তাস খেলার দৃশ্য ধারণ করেন।
তাস খেলতে থাকা ওই চার ব্যক্তি এ দৃশ্য দেখতে পেয়ে দৌড়ে পালাতে থাকেন। বাকিরা পালিয়ে গেলেও এএসআই শামীম হাসান নিখিলকে ধরে ফেলেন। এসময় তিনি তাকে মারধোর করতে থাকেন। এর এক পর্যায়ে হাঁটু দিয়ে নিখিলের মেরুদণ্ডে আঘাত করেন এই পুলিশ কর্মকর্তা। এতে তার মেরুদণ্ড ভেঙে যায়।
গুরুতর আহত নিখিলকে স্বজনেরা প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরে চিকিৎসকরা ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। সেখানেই মারা যান নিখিল তালুকদার।
এদিকে চাঞ্চল্যকর এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে পুলিশের পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট বিভাগীয় তদন্ত টিম গঠন করা হয়েছে, যারা ঘটনার তদন্তে কাজ শুরু করেছেন।
বাংলা/এসএ/
আপনার মন্তব্য লিখুন