আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। কিন্তু করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সফরটি অনিশ্চয়তার দোলাচলে দুলছে। এ সফর নিয়ে দলের খেলোয়াড়সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। এই পরিস্থিতি সফরের পক্ষে যুক্তি দিলেও বাংলাদেশের পরিস্থিতি বিপরীত হওয়ায় সিদ্ধান্ত নিতে দোটানায় ভুগছে বিসিবি। তারা সফরটি নিয়ে কোনো রকম ঝুঁকিই নিতে চাচ্ছে না।
এ বিষয়ে গতকাল ৭ জুন, রবিবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান একটি জাতীয় দৈনিককে বলেছেন, ‘আমরা পরিস্থিতি বোঝার চেষ্টা করছি, অপেক্ষা করছি। দেশের করোনা–পরিস্থিতি ভালো না হলে কিছু করার নেই। আমরা কোনো ঝুঁকি নেব না।’
অবশ্য এখনি সফরটির সম্ভাবনা বাতিল করে দেননি বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘শ্রীলঙ্কা সফরের নেতিবাচক ও ইতিবাচক দুটি দিকই আছে। এ কারণে আমরা একটু সময় নিচ্ছি। নিজেদের মধ্যে আলোচনা চলছে।’
টিম ম্যানেজমেন্ট, ফিজিও, ট্রেনার ও খেলোয়াড়দের সঙ্গেও সফরটি নিয়ে ভার্চুয়ালি আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেস, ‘আজ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা আছে, পরশু হবে করোনা–পরবর্তী ক্রিকেট নিয়ে আইসিসির গুরুত্বপূর্ণ সভা।’
এই দুই সভায় এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হতে পারে। আইসিসি ও এসিসির সিদ্ধান্ত জেনেই বিসিবি শ্রীলঙ্কা সফরের ব্যাপারে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘ওদের (এসএলসি) সিইওর সঙ্গে আমার কথা হয়েছে। কাল (আজ) এসিসির মিটিং, ১০ তারিখে আইসিসির মিটিং। এরপর আমরা একটা সিদ্ধান্তে আসব।’
করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতির কারণে এসএলসিকে চাইলেই না করে দেয়া যায়। কিন্তু ভবিষ্যতের কথা ভেবেই এখনি না বলা যাচ্ছে না তাদের। কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সফরটা একবার স্থগিত হলে সেটি আবার কবে হবে তা অনিশ্চিতার মুখে পড়তে পারে।
এছাড়া গত কয়েক বছরে শ্রীলঙ্কার মাটিতে নিজেদের রেকর্ডও বাংলাদেশকে অনুপ্রাণিত করছে। করোনাপরবর্তী সময়ে ক্রিকেট তো মাঠে ফেরাতেই হবে, এর জন্য এ সফরটাই বেছে নিতে পারে বিসিবি।
সফরটির বিষয়ে বিসিবি সময় নিলেও লঙ্কান বোর্ডের হাতে আবার এতো সময় নেই। সেখানকার করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় দ্রুত মাঠে খেলা নামাতে আগ্রহী শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। শেষ পর্যন্ত বাংলাদেশ সফরটি না করলে তারা ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ (এসএলপিএল) আয়োজনে মন দেবে।
স্থানীয় এক পত্রিকাকে সম্প্রতি এসএলসি’র সেক্রেটারি মোহন ডি সিলভা বলেছেন, ‘বাংলাদেশ সিরিজ যদি না হয়, আমাদের অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে মনোযোগী হতে হবে।’
ওটাকেই পরবর্তী সিরিজ হিসেবে উল্লেখ করে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এসএলপিএল আয়োজনের আগ্রহের কথা জানান।
বাংলা/এসএ/
আপনার মন্তব্য লিখুন