নভেল করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় যখন ‘শারীরিক দূরত্ব’ বজায় রাখতে অনেক কথা হচ্ছে, তখন অভিনব সমাধান নিয়ে হাজির হয়েছেন এক রোমানিয়ান জুতা কারিগর। প্রায় আড়াই ফুট (২৯.৫৩ ইঞ্চি) লম্বা জুতা তৈরি করেছেন গ্রেগর লুপ নামের ওই কারিগর!
সাইজ হিসেব করলে ৭৫ নম্বরের এই জুতা পরে দুইজন মুখোমুখি দাঁড়ালে প্রায় দেড় মিটার দূরত্ব তৈরি হবে। অর্থাৎ প্রায় ৫৯ ইঞ্চি (প্রায় ৫ ফুট) দূরত্ব তৈরি হবে ওই দুই জনের মধ্যে।
দেখতে অদ্ভূত হলেও ইতোমধ্যেই রোমানিয়া এই জুতার বেশ চাহিদা তৈরি হয়েছে। বিশেষভাবে তৈরি এই জুতা ‘সোশ্যাল ডিসট্যান্সিং সু’ হিসেবে পরিচিত হয়ে উঠেছে।
করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ইউরোপের বেশ কিছু দেশ লকডাউন শিথিল করেছে। যে কারণে পথেঘাটে জনসমাগম বাড়ছে। আর চলাচল করতে গিয়ে ‘সামাজিক দূরত্ব’ বজায় রাখতে এ জুতার চাহিদা নাকি বাড়ছে!
বাংলা/এসএ/