দেশের আসন্ন ২০২০-২১ অর্থ বছরের বাজটকে সামনে রেখে সাতটি দাবীতে কুড়িগ্রামের সকল উপজেলা সদরসহ ইউনিয়ন পর্যায়েও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন, সোমবার জেলার ‘রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি’র আহ্বানে এই মানববন্ধনটি পালিত হয়।
ওই সাতটি দাবী হলো- বাজেটে বিশেষ বরাদ্দ, রৌমারী পর্যন্ত রেল ও গ্যাস লাইন সম্প্রসারণ, সোনাহাট স্থলবন্দর পর্যন্ত রেলপথ সম্প্রসারণ, চিলমারী নদীবন্দর চালু, প্রতি বছর ২ লক্ষ শ্রমিককে রাষ্ট্রীয় খরচে প্রবাসে প্রেরণ, ক্ষুদ্র ও গৃহভিত্তিক শিল্পায়নে ৫ লক্ষ কৃষক পরিবারকে কারিগরী জ্ঞান, উপকরণ ও পুঁজি এবং সরাসরি বিক্রির ব্যবস্থা করা, চরাঞ্চলে প্রাকৃতিক বন গড়ে তোলা।
কুড়িগ্রাম সদরের কলেজ মোড়ে জেলা কমিটির সভাপতি তাজুল ইসলাম ও সেক্রেটারী প্রদীপ রায়ের নেতৃত্বে ও ঘোগাদহ ইউনিয়নে কেন্দ্রীয় নেতা মামুন উর রশিদ ও জেলা কমিটির নেতা খোরশেদ আলমের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এছাড়া কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলি এটম, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ ও উপজেলা সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে রাজারহাট উপজেলার সদরে ও বিদ্যানন্দ ইউনিয়নে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রৌমারীতে জেলার সাংগঠনিক সম্পাদক শাহ মোমেন ও বীর মুক্তিযোদ্ধা আলম ভাইয়ের নেতৃত্বে শাপলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া শিপন মাহমুদের নেতৃত্বে রাজীবপুর উপজেলা সদরে প্রথম বারের মত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় নেতা কৈলাশ রবিদাসের নেতৃত্বে আজ নাগেশ্বরীতে ও গতকাল মামুনুর রশিদের নেতৃত্বে গতকালন রায়গঞ্জ ইউনিয়নে, চিলমারীতে সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম বিদ্যুত এর নেতৃত্বে উপজেলা সদর, মাহমুদুল হাসান বাবু ও ভারত চন্দ্রের নেতৃত্বে রমনা ইউনিয়নে, মেহেদী হাসানের নেতৃত্বে চর শাখাহাতিতে এবং উলিপুরে শাহিনুল ইসলামের নেতৃত্বে পাঁচপীর স্টেশন ও দুর্গাপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এছাড়াও ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, জার্মানিসহ কয়েকটি দেশে বাড়ির সামনে প্রতীকি মানববন্ধন অনুষ্ঠিত হয়। দেশে বুদ্ধিজীবী, গৃহীনী, ছাত্র-ছাত্রীরা বাড়িতে প্লাকার্ড নিয়ে সংহতি জানান।
বাংলা/এনএস
আপনার মন্তব্য লিখুন