প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি ফুসফুস কোভিড-১৯ নিউমোনিয়ায় আক্রান্ত। তাকে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন ও অ্যান্টিবায়োটিক দেয়া হচ্ছে। তার রক্তচাপ ও অন্যান্য ক্লিনিক্যাল অবস্থা স্থিতিশীল রয়েছে।
তবে ডা. জাফরুল্লাহ নিজ থেকেই খাবার খেতে পারছেন। ৮ জুন, সোমবার গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি এই তথ্য জানান।
ডা. জাফরুল্লাহর নিয়মিত ডায়ালাইসিস এবং চেস্ট ফিজিওথেরাপি চলছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তিনি বর্তমানে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীবের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
প্রসঙ্গত, ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনা শনাক্ত করা হয়। ওই দিন গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে তার নমুনা পরীক্ষা করা হলে ফল পজিটিভ আসে। পরে বিএসএমএমইউর পরীক্ষাও তার করোনা পজিটিভি ধরা পড়ে। এরপর ২৬ মে প্লাজমা থেরাপিও দেয়া হয় তাকে।
বাংলা/এনএস
আপনার মন্তব্য লিখুন