প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারী ঠেকাতে দেশে দেশে চালু রয়েছে লকডাউন। এতে করে মানুষের দৈনন্দিন জীবনেও নানারকম পরিবর্তন ঘটেছে। এর যেমন ভালো দিক রয়েছে, তেমনি খারাপ দিকও রয়েছে। সম্প্রতি লন্ডন শহরে নতুন সমস্যা দেখা দিয়েছে। সেখানে বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে ইঁদুরের দল।
লকডাউনের কারণে বিভিন্ন রেস্তোরাঁ ইত্যাদি বন্ধ থাকার কারণে শহরের ইঁদুরগুলোর খাদ্য সংকট দেখা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাই এসব ইঁদুর দল বেধে বাসা-বাড়িতে হানা দিচ্ছে। চালাচ্ছেন খাবারের সন্ধান। আর খাবার না পেলে অপরকে মেরে খাওয়ার মতো ঘটনাও ঘটছে। সম্প্রতি ম্যাঞ্চেস্টারের একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে একটি ছবি। এমন খবর প্রকাশ করেছে নিউজ এইট্টিন।
ওই ছবিতে দেখা গেছে, ওই এলাকার বাসিন্দা একটি ধেড়ে ইঁদুর হাতে ধরে আছেন। যার দৈর্ঘ্যে ১৮ ইঞ্চি লম্বা। সবকটি এত বড় না হলেও প্রায় ১২ ইঞ্চির সমান হবে।
ওই বাসিন্দা জানান, প্রথাগত ইঁদুর মারার বিষ আর এদের মারতে পারছে না। শরীরে সেই বিষের পাল্টা শক্তি সঞ্চয় করে নিয়েছে এই ধেড়ে ইঁদুরগুলোর।
এদিকে খুব দ্রুত বংশবৃদ্ধি করার করণে ইঁদুরগুলোকে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে গবেষকরা জানান, বছরে সাত বার একাধিক সন্তানের জন্ম দিতে পারে মহিলা ধেড়ে ইঁদুর। ফলে প্রতিবার লাফিয়ে লাফিয়ে বাড়ে সংখ্যা। আর লকডাউনের মধ্যে ফেলে দেয়া খাবারের অভাব দেখা দিয়েছে। তাই ইঁদুরের দল বাড়িতে চলে এসেছে। কারণ মানুষের সঙ্গ ছাড়া এদের পক্ষে বাঁচা সম্ভব নয়।
বাংলা/এনএস
আপনার মন্তব্য লিখুন