হাইলাইটস
- আট বছর ধরে চলা হিন্দি টেলিভিশনের জনপ্রিয় এই ধারাবাহিকের নির্মাতা ছিলেন একতা।
- কেতকি দাভে, মৌনি রায়, অমর উপাধ্যায়, রনিত রায়ের সঙ্গে আরও অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন এই ভিডিয়ো-বার্তায়।
- সিনেমা ও টেলিভিশন জগতের অন্যতম খ্যাতনামা এই প্রযোজককে প্রায়ই ধর্ষণ ও খুনের হুমকিও দেওয়া হচ্ছে।
ঠিক ২০ বছর পরে। আবার একসঙ্গে ‘কিউঁকি সাস ভি কভি বহু থি’-এর অভিনেতা-অভিনেত্রীরা। তার কারণ, একতা কাপুরের জন্মদিন। আর এর উদ্যোগ অবশ্যই স্মৃতি ইরানির। আট বছর ধরে চলা হিন্দি টেলিভিশনের জনপ্রিয় এই ধারাবাহিকের নির্মাতা ছিলেন একতা।
রবিবার ছিল তাঁর জন্মদিন। আর সেই উপলক্ষেই এক হয়েছিলেন সিরিয়ালটির সদস্যরা। তবে এক হয়েছিলেন একেবারেই ভিডিয়ো মেসেজের দৌলতে। একতার সঙ্গে স্মৃতির বন্ধুত্বের কথা বলিউড ইন্ডাস্ট্রির সকলেরই জানা। এখন স্মৃতি অভিনয় জগৎ থেকে দূরে, পুরোপুরি রাজনীতির মঞ্চে। কিন্তু একতার জন্মদিনের কথা ভোলেন না তিনি। তাই তাঁর সহকর্মীদের থেকে ভিডিয়ো মেসেজ চেয়ে তা দিয়ে একটা শুভেচ্ছাবার্তা বানালেন তিনি। আর পাঠিয়ে দিলেন তাঁর বন্ধুকে। কেতকি দাভে, মৌনি রায়, অমর উপাধ্যায়, রনিত রায়ের সঙ্গে আরও অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন এই ভিডিয়ো-বার্তায়। এঁরা সবাই ‘কিঁউকি সাস ভি কভি…’ তে ছিলেন।
ভিডিয়োতে সবাইকে বলতে শোনা গিয়েছে, ২০ বছর পর এই এক হওয়ার কারণ একতা কাপুরের জন্মদিন। এদিন জন্মদিন উপলক্ষে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন একতা। যদিও মন্দিরের ভিতরে যাননি তিনি। বাইরে থেকেই আশীর্বাদ নিয়েছেন বলে ছবি ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করেছেন তিনি।
কিছু দিন ধরেই একতা কাপুরকে নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। সিনেমা ও টেলিভিশন জগতের অন্যতম খ্যাতনামা এই প্রযোজককে প্রায়ই ধর্ষণ ও খুনের হুমকিও দেওয়া হচ্ছে। তাঁর তৈরি একটি ওয়েব-সিরিজ XXX 2 নিয়ে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া, আর তারপর থেকেই বিভিন্ন ভাবে আক্রমণের মুখে পড়তে হচ্ছে তাঁকে।
একতা কাপুর ও তাঁর মা শোভা কাপুরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন বিগ বস খ্যাত হিন্দুস্তানি ভাউ। বালাজির ওয়েব সিরিজে ভারতীয় সেনাকে অপমান করার অভিযোগে সেলিব্রিটি মা-মেয়ের বিরুদ্ধে মুম্বইয়ের খার থানায় এআইআর দায়ের করেছেন হিন্দুস্তানি।
একতার ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশট
একজন মহিলাকে এইভাবে কুৎসিত ভাষায় আক্রমণ করা হচ্ছে দেখে তাঁকে সমর্থন জানাতে এগিয়ে এসেছেন বহু মহিলা। এবং শেষ পর্যন্ত মুখ খুলেছেন একতা নিজেও। ওয়েব সিরিজ নিয়ে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ও এফআইআর দায়েরের পর শোভা দে-র সঙ্গে কথা বলতে গিয়ে মন্তব্য করেন প্রযোজক। শোভা দে তাঁকে প্রশ্ন করেন, সোশ্যাল মিডিয়ায় হুমকি নিয়ে। সেই প্রসঙ্গে একতা বলেছেন, ‘ভারতীয় সেনার প্রতি আমি এবং আমার সংস্থার সকলেই শ্রদ্ধাশীল। তাঁদের দান অসামান্য। যদি ভারতীয় সেনার কোনও ভাবে অপমান হয়ে থাকে তাহলে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু কোনও ভাবেই সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকিতে ভয় পেয়ে যাব না।’
একটি ভিডিয়ো করে সাইবার মিডিয়ায় সমালোচনা নিয়ে মুখ খুলেছেন তিনি। সংস্কৃতির ধ্বজাধারীদের এক হাত নিয়ে প্রশ্ন করেছেন একতা।
আপনার মন্তব্য লিখুন