বরগুনা সদর উপজেলার ৭নং ঢলুয়া ইউনিয়নের ডালভাঙ্গা গ্রামে আপন দুই ভাইকে পানিতে ডুবিয়ে মারার সময় জনতার হাতে ধরা পরেছে দুলাভাই। ছোট ভাই জীবিত উদ্ধার হলেও নিখোজ রয়েছে বড় ভাই।
৭ নং ঢলুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ছগিরের বড় জামাই বউ এবং দুটি শালা নিয়ে বেড়াতে যায় ডালভাঙ্গা, সেখান থেকে শালাদের নিয়ে নদীর পাড়ে ঘুরতে যান দুলাভাই।
বিজ্ঞাপন
বড় ছেলের বয়স ৭ বছর ছোট ছেলের বয়স ২ বছর. বড় ছেলেকে নদীতে ফেলে দেওয়া পর ছোট ছেলেকে নদীতে ধাক্কা দেওয়ার সময় স্থানীয় একজন দেখে ফেলে এবং বাচ্চাটিকে খুব দ্রুত উদ্ধার করে কিন্তু বড় ছেলেটার এখনো কোনো হদিস পাওয়া যায়নি।
আপনার মন্তব্য লিখুন