প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক মো. ফখরুল কবিরের মৃত্যু হয়ছে। ৯ জুন, সোমবার রাত ১টা ৪০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এছাড়াও তার স্ত্রীও করোনায় আক্রান্ত। তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জানায়, ফখরুল কবির জুন মাসের প্রথম সপ্তাহে করোনায় আক্রান্ত হন। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরে তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে যুগ্মসচিব ফখরুল কবিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বাংলা/এনএস
বিজ্ঞাপন